‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে উপজীব্য করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুক্রবার দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ গ্রামীণফোনের সহযোগিতায় এ মেলার আয়োজন করছে।
সবুজ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় সাত রাঙা প্রজাপতির উড়াউড়ির মিছিল। নানা রংয়ের এমন প্রায় ১০২ ধরনের প্রজাপতির বাস এ সবুজ ক্যাম্পাসে।
এর মাঝে ৬২টি নতুন প্রজাতি শনাক্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার গবেষকরা। প্রায় ১৪ বছর ধরে ক্যাম্পাসের বিভিন্ন বাগানে গবেষণা করে তারা শনাক্ত করেছেন নতুন এ প্রজাতিগুলো। গবেষণা ও মাঠকর্মের জন্য তারা ক্যাম্পাসের বাইরেও ঘুরে বেড়িয়েছেন। সম্প্রতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন আবিষ্কার করেছেন, নতুন চারটি প্রজাতি যেগুলো এর আগে বাংলাদেশে দেখা যায়নি। ট্যারাকাস ন্যারা, মানকি পাজল, ব্লু-পেনসি ও পেইন্টেড লেডি নামে এ চার প্রকারের প্রজাপতি এর আগে থাইল্যান্ড, ভারত ও মালয়েশিয়ায় দেখা গেছে বলে জানান ওই কীটতত্ত্ববিদ।
জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে প্রজাপতির সংরক্ষণ ও এর গুরুত্ব প্রচারের লক্ষ্যে নেয়া হয়েছে নতুন উদ্যোগ। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আগামীকাল আয়োজন করবে দিনব্যাপী এ প্রজাপতির মেলা। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে সকাল ৯টা থেকে এ মেলা শুরু হবে। শিশুদের প্রজাপতি অঙ্কন প্রতিযোগিতা, ছবি দেখে প্রজাপতি চিহ্নিতকরণ, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকাল ৪টায় মেলার সমাপ্তি ঘটবে। এছাড়া পরিবেশের জন্য প্রজাপতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি প্রদর্শন করা হবে নানা জাতের রং-বেরংয়ের প্রজাপতি।
আগামীকাল অনুষ্ঠিতব্য এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রজাপতি প্রেমিক আর কীটতত্ত্ববিদদের আগমন ঘটবে বলে আশাবাদ আয়োজকদের। মুঠোফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সহায়তায় আর চ্যানেল আই’র পরিবেশনায় অনুষ্ঠিত হবে এ মেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।