আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে আমার এক অদ্ভুত অভিজ্ঞতা



জাবিতে আমার এক অদ্ভুত অভিজ্ঞতা এ লেখা কোন বিশ্dবিদ্যালয়কে হেয় করার জন্য নয়, আমার জাবি সংক্রান্ত একটা অনেক আগের অভিজ্ঞতা share করতে ম্ ন চাচ্ছে। তবে, আগেই ব্লে রাখি, আমার এই লাইনে অভিজ্ঞতা খুব সীমিত, অর্থাৎ আমাকে যদি জিজ্ঞেস করেন, অন্য বিশ্ববিদ্যালয়ে কি হছছে বা এখঙ্কার হালচাল, আমি কিন্তু কিছু ব্লতে পারবনা। কারন ঢাকায় থাকার সুবাদে খুব একটা বাইরের শহরে যাওয়া হয়নি বিশ্ববিদ্যালয়য় দেখতে জাবার জন্য। ঢাবিতেও হলে খুব জাই নি। তখন আমি HSC দিয়ে literally ভ্যা রেণ্ডা ভাঁজতাম।

এক বন্ধু একদিন বলল, জাবিতে তার এক বড় ভাই পড়ে, career counseling (!) ও sightseeing এর জন্য আমি জাব কিনা? আমার উত্তরটা তো পূর্ব অনুমিত। সুন্দর view দেখতে দেখতে , হেলতে দুলতে চললাম জাবিতে। campus টা undoubtedly সুন্দর ছিল। জাই হোক, সেই ভাইয়ের কামরা খুজে যখন room এ knock ক্রমাল আমরা, বেশ দুশ্ছিনাতায় পড়লাম। কারন দরজাটা স্পষ্টতই বন্ধ ভেতর থেকে, কিন্তু ভেত্রে কোন সাড়া শব্দ নেই।

আমরাও নাছোড়বান্দা শেষ না দেখে ছাড়বনা, পরে (৫-৭ মিনিট) হটাত দরজা খুলল এক মেয়ে, খুলেই সে পেছন ফিরে বসে থাকল জানালার কাছে, আর সেই ভাইজানের অভিনয়টা ম্নে রাখার মত, উনি নাকি খুব অসুস্থ, পিঠের ব্যাথার কারনে উঠতে পারছেন না। আমরা ব্যাক্কল ব্লে অখানে আরও ১৫-২০ মিনিত ভাজর ভাজর করে তবেই ফিরলাম। পুরাতা সময় সেই মহিলা আমাদের দিকে পেছন ও ফিরলেন না, আর আমাদের অই বড় ভাইও আর বিছানা থেকে উথলেন না। আমি sure এরকম ঘটনা অনেক university তেই ঘটেছে, এর কারনে কোন ইউনিভার্সিটি সম্পর্কে generic comment ( ঢালাও মন্তব্য) করাটা মূর্খতা। শুধু share করলাম পুরান মেমরি।

বানান ভুলের জন্য ক্ষমা প্রার্থী' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.