আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে ধর্মঘট চলছে

উপাচার্যের পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের সর্বাত্মক ধর্মঘট শুরু করেছে শিক্ষক সমিতি। আজ শনিবার সকাল থেকে লাগাতার এই ধর্মঘট চলছে। এতে সমর্থন করেছে সাধারণ শিক্ষক ফোরাম।

গতকাল শুক্রবার বিকালে সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান বলেন, উপাচার্যকে আমরা ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগের সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু তিনি কর্ণপাত করেননি। শনিবার থেকে শিক্ষক সমিতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করবো। সম্মেলনে জানানো হয়, ধর্মঘটের আওতায় ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক ভবন ও পরিবহন ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমীর হোসেন, আল বেরুনী হলের প্রভোস্ট অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.