নোটিশবোর্ড
প্রিয় ব্লগার,
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে আমাদের উঠোনে, এ দেশের মাটিতেই আর কয়েক ঘন্টা পরেই। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৫০ মিনিটে শুরু হচ্ছে পাঁচটি পর্বে বিভক্ত দুই ঘণ্টা ১৫ মিনিটের এ অনুষ্ঠান। এই নিয়ে এখন চারিদিকে সাজ সাজ রব; আনন্দের বন্যা। গৌরবের কথা, বিশ্বময় তুমুল জনপ্রিয় এই ক্রীড়া ইভেন্ট ক্রিকেটে আমাদের দেশও অনেক এগিয়ে এখন। আমাদের বাঘা ক্রিকেটদল আজ অহরহই বিদেশের মাটিতে বাঘা সব ক্রিকেট দলকে জব্দ করে বাড়ি ফেরে স্বগর্বে।
এবার বিশ্বকাপের সহ আয়োজক দেশ হিসেবে, নিজেদের মাটিতেই এই মাতৃভাষার মাসে, লাল-সবুজের গৌরবময় পতাকা হাতে মাঠে নামবে আমাদের বাঘারা। চিনিয়ে দেবে বিশ্বময় এই দেশ, আমাদের বাংলাদেশ।
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ব্যানার চেয়ে আমরা একটি পোস্ট দিয়েছিলাম গত ০৫ ই জানুয়ারি, ২০১১ তারিখে। কিন্তু ব্লগারদের কাছ থেকে অন্যবারের মত এবার বেশি সাড়া পাওয়া যায়নি। খুব কম সংখ্যক ব্যানার পাওয়ায় আমরা আর ভোটের আয়োজনে যেতে পরিনি।
তবে, ব্যানারের সংখ্যা এবং মান যাই হোক, আগের মত আমরা প্রায় প্রতিটি ব্যানারই ব্যবহার করবো বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে তৈরি করা একটি বিশেষ ওপেন গ্রুপ ব্লগে, খানিকটা ভিন্ন আঙ্গিকে। থাকছে কিছু নতুন সংযোজন। এই বিশ্বকাপ ক্রিকেটের উপচে পড়া আনন্দে আসুন তৈরি হয়ে নিই; মিলে মিশে সাজিয়ে নিই আমাদের এই বর্ণমালার খোলা মাঠ, আমাদের প্রিয় 'বাঁধ ভাঙার আওয়াজ'। চমকদার খবরে, বর্ণনায়, ছবিতে, আলোচনায় আর আনন্দে ব্লগার বন্ধুদের হাতেই ঝলমলিয়ে উঠুক এই বিশ্বকাপের প্রতিদিন সামহোয়্যার ইন ব্লগ।
বিশ্বময় আমাদের গৌরব আরও ছড়িয়ে পড়ুক এই মাতৃভাষার মাসে, বিশ্বময় আমাদের পতাকা সমুন্নত থাকুক।
সেই সাথে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য রইলো অশেষ শুভকামনা। জয়ই হোক আমাদের একমাত্র মন্ত্র, একমাত্র স্লোগান।
শুভ ব্লগিং।
সামহোয়্যার ইন ব্লগ টিম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।