এর আগে আরো অনেকেই এভাবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। তারা বলেন , স্বদেশে তাদের জীবন বিপন্ন। হাজির করেন চরম মিথ্যার বেসাতি। দেশে গেলেই জেল জুলুম এমনকি প্রাণনাশের ও ভয় আছে !
এর সর্বশেষ সংযোজন হলেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা
উপদেষ্টা ব্রি জে চৌধুরী ফজলুল বারী। মহাজোট সরকার ক্ষমতায় আসার
পর থেকে তাকে পর পর দুবার ডেকে পাঠানো হয় বাংলাদেশে।
তিনি যান নি। সবশেষে খবর বেরিয়েছে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
কেন তার এই ভয় ? তিনি কি দশট্রাক অস্ত্র পাচারের নেপথ্যে ছিলেন ?
তিনি কি ক্ষমতার অপব্যবহার করে রাজনীতিকদেরকে টর্চার
করেছিলেন ?
তিনি ডিজিএফআই এর একজন পরিচালক ছিলেন। সে সময় তিনি কি
কোনো ভাবে ক্ষমতার অপব্যবহার করে পেশী শক্তি দেখিয়েছিলেন ?
যদি এমন কিছু তিনি করে থাকেন, তবে তার বিচার অবশ্যই হওয়া উচিৎ।
আমরা জানি বাংলাদেশের অনেক মহারতিরা মিথ্যার আশ্রয় নিয়ে বিদেশে
নিজ ভবিষ্যত প্রতিষ্টার জন্য পলিটিক্যাল এসাইলাম চান।
এ জন্য তারা দেশের বিরুদ্ধে চরম মিথ্যাচার করতেও দ্বিধাবোধ করেন না।
ব্রি জে বারী ও কি তেমন কিছু করবেন ? করতে যাচ্ছেন ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।