পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত
তাকে চাই
কাঠফাটা জমিন যেমন চায়
একফোটা বৃষ্টির স্পর্শ
মায়ের আঁচল যেমন বিশ্বস্থ থাকে
অপরাধি সন্তানের মঙ্গল কামনায়।
তাকে চাই
শিল্পীত কোন ক্ষত
কিংবা সুন্দর কোন ক্ষতির পাশে
তাকে চাই
যেমন কুমারী মায়েরও থাকে
জন্মচিতকারের প্রশান্তি
সামান্য জমিন চষে
যেমন পিতার বুকের
সেগুনকবাট খুলে যায়
তাকে চাই
সামান্য শস্যকনা ঘরে তোলার
বৈকালিক আনন্দে
তাকে চাই
আমলকি ছড়িয়েথাকা
অলিভগ্রীন মাটির মগ্নতায়
তাকে চাই
দুরন্ত ঢেউ ঠেলে
যেমন মাঝিরা ভাগ্যরেখায় কৃতজ্ঞ
নোম্যানস ল্যান্ডের মতো
নিরাপদ সবই চাই তার
সে আমার স্বদেশের
ইমিগ্রেটেড পাসপোর্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।