আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীন দেশে আর কোন যুদ্ধপরাধী নিঃশ্বাস নিক সেটা চাই না।

জানে না তার সাড়ে সাত ইঞ্চি বাই দেড় ইঞ্চি মেশিন চলবে এর কথা। শুধু জানে একটা মিথ্যা খোলস । ইসলামের মুখোস পড়ে সুললিত কন্ঠে শুধু মুখোশ পড়ে ৪২ বছর আগের পাপ কর্ম কে ঢেকে রেখেছে। তাই তো আজ আমার গ্রামের বাড়ীর কাচা-পাকা রাস্তায় নাকি বেরিকেড দেয়া । তাই তো বাচ্ছা ছেলে টা ও ভাবে সাঈদী বুঝি ইনোসেন্ট।

জানে না ইতিহাস। যারা আজ সাঈদী এর রায়ে বিক্ষোভ করতেছে এই দেশ স্বাধীনত হয়ার পিছোনে তাদের কিংবা তাদের পরিবার এর কার ও অবদান নেই। কিংবা তার বাবা ও দেশ স্বাধীন করতে গিয়ে প্রান হারায় নি। অথবা সে শহীদ পরিবার এর সন্তান না। এই দেশ স্বাধীন হয়ার পিছোনে তার কিংবা তাদের কোনো অবদান নেই।

যারা সাঈদীর বিচারে দেশ টা কে অচল করে দিতে চায় আর যাই হোক এই দেশে থাকার অধিকার নেই তাদের। লাখো শহীদ এর রক্তে অর্জিত এই দেশে আর এক মুহুর্ত ও চাই না যুদ্ধপরাধী নিশ্বাস নিক। শুনলাম বগুড়া তে সেনা মোতায়ন করা হইছে/ সমগ্র বাংলাদেশ এ কোনো নয় ? এই অন্তিম মুহুর্তে দেশপ্রেমিক সেনাবাহিনী কে কেনো ব্যারাকে রাখা হবে? আমি কোনো ভয় ছাড়া রাস্তায় বের হইতে চাই। আমার মত সবাই চাই। দাঙ্গা পুলিশ নামে একটা নাম শুনতাম তারা কই? গুলি করে মারা হচ্ছে কেনো? দাজ্ঞা দিয়া সব পিটাইয়া এক করে দেয়া দরকার।

সাহস কত বড় স্বাধীন দেশে যুদ্ধপরাধীদের বাঁচাতে হরতাল হয়। আর কোনো রাজনীতি দেখতে চাই না। সব কিছুর উদ্ধে থেকে যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। দেশের এক জন সাধারন নাগরিক হিসেবে এই চাওয়া টা খুব বেশি কিছু কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.