আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদে সাঈদি দর্শন এবং কিছু কথা।

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদিকে নাকি চাঁদে দেখা গেছে! একজন সুস্থ মাথার মানুষ এই ধরনের কথা বলতে পারেনা। যে এই গুজবটা তুলেছে সে নিশ্চই বিকারগ্রস্থ। অস্থির সময়ে বিনোদনের আশায় কিছু অসুস্থ মানুষ এই ধরনের কথা ছড়িয়ে আমোদ পেতে চাচ্ছে। এই গুজবের মাঝে সামান্য পরিমানে হলেও কিন্তু সাম্প্রদায়ীক উস্কানি আছে। এখন সময়টাই এমন।

যে যা পারছে বলছে। যার যা ইচ্ছা তা লিখে ব্লগে ফেসবুকে প্রকাশ করছে। সেই কথাটা আবার মূহুর্তে লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাচ্ছে। কেউ কেউ বিশ্বাষ করছে। কেউ ঠাট্টা-তামাসা করছে।

দেলোয়ার হোসেন সাঈদি যেহেতু একজন মুসলিম,এবং ধর্ম প্রচারক। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অমুসলিমরাও মুসলমানদের সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করছে। তাদের সেই বাজে মন্তব্য শুনে কিছু মুসলিম চুপ করে থাকলেও সবাই কিন্তু চুপ করে থাকবেনা। দেলোয়ার হোসেন সাঈদির ব্যাপারে তাদের কোন মাথা ব্যাথা না থাকলেও ইসলাম ধর্মের অপমান সহ্য না করতে পারা জনগন কিন্তু বাংলাদেশে অনেক আছে। ফলে শুরু হবে সাম্প্রদায়িক বিদ্বেষ।

জামাতে ইসলামি'র বর্তমান আন্দোলনটা কিন্তু সম্পুর্ণ রাজনৈতিক। সেই আন্দোলনটা কিছুতেই কোন যুক্তিতেই সাম্প্রদায়িক হতে পারেনা। বিগত দিন গুলোতে সংখালগুদের কাছ থেকেও এমন অভিযোগ আসেনি। বর্তমানের অভিযোগ গুলোরও কোন ভিত্তি নাই। জামাত এখন অস্তিত্ব রক্ষার সংগ্রামে ব্যাস্ত।

যেখানে একটি দল নানান ঝমেলায় জর্জরিত সেখানে তারা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে আরো ঝামেলা বাড়াবে সেরকম ভাবা আর বোকার স্বর্গে বসবাস করা একই কথা। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হলে কিন্তু বিশেষ এক পক্ষের লাভ। পাঠক, সেই বিশেষ পক্ষটা কি তা নিশ্চই অনুমান করতে পারছেন। (শাহজাহান আহমেদ) ০৩-০২-১৩ মিশিগান প্রনুশ্চঃ কিছুদিন আগে ব্লগ এবং ফেসবুকের গরম খবর ছিল একটা নোংরা কথোপকথনের অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপটিও কিছু নোংরা মানষিকতার মানুষ সাঈদির ফোনালাপ বলে গুজব ছড়িয়েছে! কিছু কবি আবার সেইটাকে বিষয় করে মহান কাব্যও রচনা করে ফেলেছে! ছিঃ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।