আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

মানুষের জন্য ভালবাসা, অন্যায়ের বিরুদ্ধে বজ্র কন্ঠ

প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে ক্ষোভ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ। মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পত্রিকাটি ৬ ফেব্রুয়ারি '১১ সর্বহারার নাম বাদ দেওয়ার সুপারিশ' শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা রান্ধুনীবাড়ী পুলিশ ক্যাম্পে হামলা, অস্ত্র লুট ও পুলিশ হত্যা মামলায় অভিযুক্ত ১০ আওয়ামী লীগ নেতা-কর্মীকে মামলা থেকে অব্যাহতির দাবি জানান। বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সন্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০০২ সালের ১৬ সেপ্টেম্বর সর্বহারা স্লোগান দিয়ে ৪০-৫০ জন সশস্ত্র ক্যাডার রান্ধুনীবাড়ী পুলিশ ক্যাম্পে চার পুলিশ সদস্যকে হত্যা করে। ওই সময় তারা সাতটি এসএলআর, রাইফেল ও ১৭৪টি গুলি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় সুবেদার আবদুল হান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বেলকুচি থানায় মামলা করেন। পুলিশ ওই সময় বিএনপি-জামায়াত জোট সরকারের ইশারায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সর্বহারা আখ্যা দিয়ে মামলায় জড়িয়ে দেয়। ২০০৮ সালের ১৪ নভেম্বর সিরাজগঞ্জ সিআইডি পরিদর্শক আবদুর রশিদ ৪৬ জনকে অভিযুক্ত আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে স্থানীয় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রথম আলোয় প্রকাশিত সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন।

বক্তারা প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে ঘটনার প্রেক্ষাপট, ঘটনাকালীন চিত্র, ওই সময় জোট সরকারের ভূমিকা নিয়ে কোনো ব্যাখ্যা না থাকায় পত্রিকাটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। বক্তারা বলেন, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় সম্প্রতি মামলাটি থেকে ১০ জনের নাম প্রত্যাহারে সরকারের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। অথচ পত্রিকাটি ১০ জনসহ ১১ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করেছে। সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, যুগ্ম সম্পাদক গাজী আবদুল হামিদ আকন্দ, সহসভাপতি দেলখোস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.