আমাদের কথা খুঁজে নিন

   

শেখার আছে অনেক কিছু



আশেপাশের সকল রাস্তা ব্লক করে দেয়া হয়েছে সকাল বেলা৷শনিবার তাই চারদিকে পরিস্কারের ধুম লেগেছে যা চলবে বেলা এগারোটা অবধি৷কাজ শেষে চারপাশে একটা পরিপাটি ও গোছালো ভাব বিরাজ করবে৷ যে যার মত নিজের বাড়িঘর এবং বাড়ি সংলগ্ন রাস্তাঘাট ও অলি গলিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে৷কারণ এটা একটা অবশ্য পালনীয় কর্তব্য৷একজন বিদেশী পথচারীকে কাজের ডিস্টার্ব না করে যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফিরে যেতে বললেন কারখানার পাশে পরিচ্ছন্নতায় মনোযোগী এক ভদ্র মহিলা৷সকল শ্রেনীর মানুষকে এ কাজে অংশগ্রহন করতে হয় কারণ এটা সরকারী আদেশ৷আর সুন্দর পরিবেশ বজায় রাখা ও পরিচ্ছন্নতার খাতিরে সবাই মেনেও নিয়েছে ৷মাঝে মাঝে শহরের মেয়র নিজে তদারকি করেন এ অভিযান ৷এতক্ষণ যা বললাম এটা হাল ফ্যাশনের পোশাক পরিহিত সাদা বর্ণের মানুষের কোনো ইউরোপিয়ান দেশের পরিচ্ছন্নতা কার্যক্রমের বর্ণনা নয় ৷এটি বিশ্বের প্রথম সারির একটি দরিদ্রতম আফ্রিকান দেশ বুরুন্ডির(কঙ্গোর প্রতিবেশী দেশ ) রাজধানী বোজম্বুরার গল্প৷কৃষ্ণকায় মানুষদের এ ধরনের সোন্দর্য্য বোধ দেখলে মুগ্ধ হতেই হয়৷এ প্রসঙ্গে বলি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আমাদের রাজধানী ঢাকাকে নতুন রংয়ে ও বর্ণে সাজানো হচ্ছে ৷বিপুল উত্সাহ উদ্দীপনায় চলছে ব্যাপক চুনকাম৷এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খেলা দেখতে আসা মানুষ যেন বাংলাদেশকে গরিব না ভাবে সেজন্য ঢাকা ও চট্টগ্রামে সল্পমেয়াদি ভিক্ষুক উচ্ছেদ প্রকল্পও হাতে নেয়া হয়েছে ! সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শহর দুটিকে ঝকঝকে তকতকে রাখার জন্য ঝাড়ুর ঝাড়াঝাড়ি কর্ম চালাচ্ছে পূর্ণ মাত্রায়৷এসব আয়োজন কিন্ত সাময়িক মানে খেলা শেষ হলে আমরা আবার ফিরে যাব পুরনো অভ্যাসে৷ফুটপাত,রাস্তা বা গলি কে ডাস্টবিন মনে করে সজ্ঞানে যেখানে সেখানে ময়লা ফেলব এবং ডাস্টবিনের উপচে পড়া আবর্জনার পাশ দিয়ে নাক চেপে ধরে দৌড়ের ভঙ্গিতে দ্রুত পায়ে হেঁটে যাব৷সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার জন্য সবাই মিলে সপ্তাহে একদিন একবেলা পরিস্কার পরিচ্ছন্নতার বোজম্বুরার এ নিয়ম থেকে আমাদের শেখার কিছু আছে কি ? যাক এখন একটু অন্য গল্পে চলে যাই ৷একদিন আমি অফিসে ক্লার্কদের সাথে আপত্তিকর একটি ভাইরাসে আক্রান্ত কমপিউটারের ব্যাপারে কথা বলছিলাম ৷তরুণ বয়সী আমাদের এক ফটোগ্রাফারকে সেখানে উপস্থিত দেখে তার খোঁজখবর জানতে জিজ্ঞাসা করলাম ...কি অবস্থা ? তোমার বুক ব্যথা ভালো হয়েছে ? এখনো টেনশন কর নাকি কারো জন্য ? সে লাজুক লাজুক চেহারায় বলল স্যার আমি যাই নাই ৷ভিন্ন রকম উত্তর পেয়েও কোথায় যায় নাই ,কেন যায় নাই বা কার সাথে কোথায় যাওয়ার কথা ছিল এসব প্রশ্ন করা গেল না৷কিন্ত আমরা জানতাম বুক ব্যথার জন্য এখানে সে বাংলাদেশী , চাইনিজ , ভারতীয় এবং পরে উগান্ডার হাসপাতাল ঘুরে এসে নিশ্চিত হয়েছে তার কোনো অসুখ হয়নি ৷ আসলে মনের ভাইরাসের বৈশিষ্ট্য টা ভিন্ন রকম৷কমপিউটারের ভাইরাসের হার্ড ডিস্ক ক্রাস করানোর মত ওটা হার্ট ডিস্ক ক্রাস করায় না ৷তবে বেশ কিছুদিন খুব ভোগায়৷মনের ভাইরাসটা তাহলে কি রকম ? হতে পারে কিউপিডের ছুঁড়ে দেয়া তীরের আঘাত অথবা সাধারণ কোনো কিছু৷ লজ্জায় লালে লাল না হয়ে বিচক্ষনতার সাথে এ ধরনের পরিস্থিতি এড়িয়ে যাওয়ার কৌশল শিখলাম তার কাছ থেকে ৷ আমার নতুন রুমমেট সবসময় একটি গানই শুনেন "আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইবো কথা নাইবা তুমি এলে "৷দিনে রাতে যখনই সুযোগ পান গুন গুন করে গেয়ে একটু হালকা হবার চেষ্টা করেন ৷তারপরও বলেন আমি এ গানটি হাজার বার শুনতে চাই ৷ভ্যাল্যানটাইনস ডে উপলক্ষে দেখি অন্য রুমেও উচ্চ শব্দে একই গান বাজানো হচ্ছে ৷ কি আছে এ গানে ? জানতে চাইলাম রুমমেটের কাছে ৷তিনি বললেন... এ গানের মানে কেবল বিবাহিতরাই জানে ৷জবাব শুনে চুপ করে আছি দেখে আবার বললেন শেখো শেখো দেখে শেখো ৷কি অদ্ভুত !! গানের অর্থ কি বিশেষ কোনো বয়স বা অবস্থার জন্য বিশেষ কোনো অর্থ বহন করে নাকি৷হয়ত করে ! আসলেই কত কিছু শেখার আছে !! জহিরুল কাইয়ুম কঙ্গো থেকে.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।