কিছুই লিখতে পারলাম না ।
প্রতিদিন চলার পথে অনেক কিছুই চোখে পড়ে, অনেক কিছুই দেখি যা দেখে মনের মধ্যে প্রশ্ন জাগে কিন্তু কোনটার উত্তর পাই আবার কোনটার উত্তর পাইনা । তেমনি কিছু প্রশ্ন আমার মনে জাগে কিন্তু সেগুলোর উত্তর নিয়ে সংশয়ে আছি । কেউ উত্তর দিয়ে আমাকে উদ্ধার করুন ।
প্রশ্ন ১।
অনেক ছেলেদের দেখি তাদের মাথার চুলের কোন ঠিক নাই । মনে হয় যেন বহুকাল ধরে তারা গর্তে বা জঙ্গলে বাস করেছিল, চুল কাটার কোন সময় পায়নি । তাদের দেখে আমার মনে প্রশ্ন জাগে তারা কি ডারউইন তত্ত্বের প্রমাণ দেবার চেষ্টা করছে ?
প্রশ্ন ২। অনেক ছেলেদের দেখি থুতনিতে একটু দাড়ি রাখছে । তখন আমার মনে হয় রামছাগল তত্ত্ব নামে নতুন কোন তত্ত্ব আবিস্কৃত হল নাকি ?
প্রশ্ন ৩।
অনেক মেয়েদের দেখি বোরকা পরে । কিন্তু তাদের বোরকা দেখে আমি দ্বিধায় পড়ে যাই এটা কি বোরকা নাকি সুইম স্যুট । তখন মনে প্রশ্ন জাগে তারা কি নতুন কোন পদ্ধতিতে মডেলিং করছে নাকি ?
প্রশ্ন ৪। অনেক অবিবাহিত ছেলে মেয়েদের দেখি রাস্তায় হাত ধরাধরি হাটছে, রিক্সায় হুড উঠিয়ে জড়িয়ে ধরে যাচ্ছে । তখন আমার মনে হয় তাদের পিতা মাতা, ভাইবোন ও কি এভাবে চলত নাকি শিক্ষা প্রতিষ্ঠান গুলো তাদের এ শিক্ষা দিচ্ছে ?
প্রশ্ন ৫।
ইউনিভার্সিটির ভিতর দিয়ে আসার সময় দেখি গাছের নিচে, ঝোপের আড়ালে বসে যুবক যুবতী আদিমতায় লিপ্ত । তখন আমার মনে প্রশ্ন জাগে তারা কি কোন প্র্যাকটিক্যাল ক্লাশ করছে ?
প্রশ্ন ৬। এই প্রশ্ন গুলো জাগার কারণে মনে হয় আমি প্রগতিশীল নই ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।