ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ...
প্রত্যেকটি রঙ আমাদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। যেমন আমরা বলি ভালোবাসার রং নীল, শোকের রং কালো কিম্বা তারুণ্যের রং সবুজ ইত্যাদি। এই বর্ণতাৎপর্য আবার জাতি বা সংস্কৃতি ভেদে বিভিন্ন রকম হতে পারে। আমরা যেমন বলি 'এক দেশের বুলি অন্য দেশের গালি', তেমন এক দেশে একটি রঙের যে অর্থ অন্য দেশে সেই রঙের ভিন্ন অর্থ হতে পারে।
যেমন ধরা যাক লাল রং।
পাশ্চাত্যে লাল রং হল danger sign. এ্যাম্বুলেন্সের বাতির রং লাল। গাড়ির পেছনের লাল বাতি জ্বললে বুঝতে পারি- 'গাড়িটি ব্রেক করেছে, সাবধান, সামনে আগানো যাবেনা। ' হাসপাতাল বা অন্যান্য স্থাপনাতেও বিপদচিহ্ণ বোঝাতে এই লাল রঙই ব্যবহার করা হয়।
কিন্তু আমাদের প্রাচ্য সংস্কৃতিতে? একটু চিন্তা করে দেখুন সেই আদ্যিকাল থেকে কোথায় কোথায় লাল রং এর ব্যবহার দেখে এসেছেন? সবার আগেই মনে পড়ছে বিয়েতে কণের লাল শাড়ি। অথবা হোলি উৎসবে লাল রঙের ছড়াছড়ি।
তাই আমাদের কাছে লাল হল উৎসবের রং, বিপদের নয়।
এজন্যই কি তবে বাংলার ড্রাইভার রাস্তায় রেড সিগনাল দেখলেও উৎসবের আমেজে প্রবল উৎসাহে সামনে এগিয়ে যান, পুলিশের দাবড়ানি যতক্ষণ না তার অগ্রযাত্রাকে নিবৃত্ত করে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।