আগের সম্পর্কটি ভেঙ্গে যাওয়ার পর আমার সে বন্ধুটি নতুন সম্পর্কে জড়াতে মোটেই দেরী করলো না। তার এবারের নতুন প্রেমিকা তেজগাঁও মহিলা কলেজের ২য় বর্ষের এক ছাত্রী। মেয়েটার সাথে দেখা করার জন্য তার সাথে আমিও বেশ কয়েকবার কলেজে গিয়েছি। কিছুদিন প্রেম করার পর তার মনে হলো এ মেয়ের সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়। তাই সে তার কাছ থেকে নিরবে সরে আসলো এবং অন্যান্য প্রেমের মত এটিরও সলিল সমাধি ঘটলো।
আমার এ লেখা পড়ে আপনারা বিরক্ত হতে পারেন এই ভেবে যে, শুধু সম্পর্ক ভাঙ্গা-গড়ার কথাই আমি লিখেছি, অন্য কিছু নয়। কিন্তু যা সত্যি আমি তাই লিখতে চেষ্টা করেছি। বানিয়ে বানিয়ে রসাত্বক গল্প তো লিখতে পারবো না ভাই। এ জন্যই হেডিং দিয়েছি প্রেম উপাখ্যান।
এরপর বেশ কিছুদিন সে অফ ছিলো।
মাষ্টার্সে আমাদের তিনটি গ্রুপ ছিল। আমরা মাত্র ৬ জন এ গ্রুপ নিয়েছিলাম। এর মধ্যে ৫জন ছেলে এবং ১জন মেয়ে ছিল। বান্ধবীটি হলের যে রুমে থাকতো সেখানে আরও ২জন জুনিয়র মেয়ে থাকতো। তার মধ্যে ১জন পড়তো পাবলিক এ্যাডমিনিষ্ট্রেশনে।
তো আমাদের সেই বান্ধবীর সাথে সেও প্রায়ই আমাদের আড্ডাতে যোগ দিতো। কিভাবে কিভাবে জানি তার সাথে আমাদের সেই বন্ধুর প্রেম হয়ে গেলো। দীর্ঘ দুই বছর চুটিয়ে প্রেম করার পর তারা সারাজীবন একসাথে থাকার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলো।
এখন তারা সুখী দম্পতি হিসাবে সুখে শান্তিতে বসবাস করছে। আমার সেই বন্ধুটি এখন গাজীপুরে ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।