আমার সেই বন্ধুটিকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে যারা সাহায্য করেছিলাম, তাদের মধ্যে আমাদেরই এক বান্ধবী তাকে কিছুটা বেশী সময় দিয়েছিল। অনেকটা সময় কাছাকাছি থাকার ফলে বান্ধবী তার প্রতি দূর্বল হয়ে পড়ে। যদিও বন্ধু তেমন উৎসাহী ছিল না, কিন্তু মেয়েটির কারণে সেও তার প্রতি ঝুকে পড়ে। কিন্তু ২য় বর্ষে থাকার সময় মেয়েটির বিয়ে হয়ে গেলে তাদের প্রেমেরও পরিসমাপ্তি ঘটে।
আমরা যখন ৩য় বর্ষে, তখন সে আবারও আমাদের এক বান্ধবীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
তাদের মধ্যে বেশ ভালো আন্ডারষ্টান্ডিং হওয়ায় আমরা সবাই এই ভেবে আশ্ব্যস্থ হলাম যে, যাক অন্তত: এই জুটিটা টিকে যাবে। কিন্তু না, এটাও টিকলো না। প্রায় দেড়/দুই বছর চলার পর বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তাদের প্রেমের সফল ঘটলো না।
অনার্স ও মাষ্টার্সের মধ্যবর্তী সময়টাতে সে বাড়ি যেয়ে আবারও সম্পর্কে জড়িয়ে পড়ে তার দুরসম্পর্কের এক মামাতো বোনের সাথে। এই সম্পর্কটা সহজে হওয়ার কারণ, মেয়েটি তার আগের প্রেম অর্থাৎখালাতো বোনের সাথে প্রেমের কথা জানতো।
মাষ্টার্সের ক্লাস শুরু হওয়ার পরও এটা অনেকদিন স্থায়ী ছিলো। আমরা সে সময় ডিপার্টমেন্ট থেকে শিক্ষা সফরে ইন্ডিয়া গিয়েছিলাম। ফিরে আসার সময় সে তার নতুন প্রেমিকার জন্য থ্রী-পিচ এবং আরো কিছু জিনিস কিনেছিলো। সুতরাং, কি কারণে তাদের এ সম্পর্ক ভেঙ্গে গেলো তা আজো আমার কাছে অজানা।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।