আমাদের কথা খুঁজে নিন

   

চক্ষে আমার তৃষ্ঞা

আমার আমিকে জানিনা এখনো তাইতো তোমাকেও হয়নী জানা

ভালবাসার আকুতি জানাতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন; ”চক্ষে আমার তৃষ্ঞা, তৃষ্ঞা আমার বক্ষ জুড়ে । ” ভালবাসা কি ? Theory of relativity has nothing to do with it. আইনস্টাইন Soft version of sexual attraction শোয়েডিঞ্জার ভালবাসাই ঈশ্বর । ম্যাথমেটিশিয়ান অ্যাবেল যে যাই বলুক আামার ভালবাসার অর্থ সে । তোমাকে দৃশ্যমান দেখিনা বহুদিন। তবু আমার মনের সপ্তপর্ণের বহুনিচে যেখানে চাঁদ তারা উঠে না,সূর্য তার রৌদ্দুর ছড়ায় না,পৃথিবীর সাথে যার কোন যোগ নেই ।

সেখানে তোমার অস্তিত্ব টেরপাই প্রতি নি:শ্বাসে। সময়ের সাথে বিম্মৃতির আবরনে ডেকে যাওনী তুমি। আমার হাসি কাঁন্না দু:খ গাথা আজও তোমার তরে বাঁধানো । ‍দিনের ব্যাস্ততা শেষে যেটুকু আমার, ‍দিতে চাইনা তবু ভাগ বসাও তুমি । ভাললাগার আগাগোড়া শুধু তোমারই বিচরন ।

আজ ব্যাস্ত সবাই । তোমায় ভালবাসি কতটা তা জানাবার মূখ্য সুযোগ কেউ হারাতে চায় না । সেন্ট ভ্যালেন্টাইনের প্রতি শুভ কামনা সবার। আমার ভালবাসার কথা তুমি জানো তা আমিও জানি । তাইতো কোন ব্যাস্ততা নেই আমার ।

জীবন জুড়ে যার বিচরন তার জন্য আজ কি বিশেষ কোন দিন ? ”আমাকে খোজ না তুমি বহুদিন,কতদিন আমিও তোমাকে খুজিনাকো,-এক নক্ষত্রের নিচে তবু,একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি;পৃথিবীর পুরানো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়,নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি ? তুমি নাই বহুদিন তবু তোমার তরুণীর শরীরে বালিকার স্নিগ্ধ মুখ আজও আমার হৃদয় পটে রঙিন ছবি। মাঝে মাঝেই মনে হয় মুগ্ধ তরুণীর ভালবাসাবাসির মত মধুর দৃশ্য আর আছে নাকি কিছু ? যতবার তোমাকে দেখেছি ততবারই মনে মনে বলেছি; ”মুখের পানে চাহিনু অনিমেষে বাজিল বুকে সুখর মত ব্যাথা” সত্যিই কিছু কিছু ব্যাথা সুখের মতই । মৃত্যু তোমাকে আমার কাছ হতে আড়াল করতে পারে কিন্তু সে কি তোমাকে আমার চেয়ে তোমায় বেশি ভালবাসে ? মন খারাপকরো না সোনা, এই মাত্র কটাদিন আমি আসছি তোমার কাছে............তোমার কাছাকাছি.................... HAPPY VALENTINE DAY

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.