আবার আমি আসব ফিরে, রইব শুধু তোমায় ঘীরে
তীব্রতর সুখের ছোয়ায়, ভাসব মোরা কল্প-তীরে;
অস্তমিত রবির আলোয়, যুক্ত হবে মুক্ত হস্ত
কম্পিত ঐ অধরেতে, অঙ্কিত হবে প্রেমারষ্ঠ;
নতমুখের লাজাবরন, স্ফুরিত গুপ্তবাক্য
নির্বাক ঐ নিরালাতে, সময় হবে প্রেমসাক্ষ্য;
অধির হয়ে যে সময়ের, করছ তুমি সপ্নচাষ
তার মাঝে আর বর্তমানের, তফাত ধীরে পাচ্ছে হ্রাস।
একদা হয়ত তোমা থেকে, গিয়েছি সরে ক্রমে ক্রমে
প্রয়োজনের ধুসর বলয়, পরিনত এক নরাধমে;
অভিমানের বৃহৎ কাব্য, করেছ পাঠ নিত্যদিন
তিরষ্কারের তিক্তবানে, বারছে সদা প্রেমঋণ;
নয়নকোণে হীরক কণা, উজ্জ্বল হয় রৌদ্রালোকে
মনের কোণের মায়াগুলো, ধুকছে যেন সদ্যশোকে;
সময়ের এক বেড়াজালে, বদ্ধ ছিলাম দুজনে
ইচ্ছের সব পায়রা গুলো, পুষেছি কেবল গোপনে;
সকল প্রকার হিংস্র বাধন, আসছি আবার ছিন্ন করে
সব অপেক্ষার ইতি টেনে, ফিরব শুধু তোমার তরে;
দেখবে তখন এই আমি আর, ঐ আমিতে কত তফাত
কল্পলোকের প্রহরীগুলো, দীর্ঘায়ীত করবে প্রভাত।
-------------------------------------------------------------------------
রচনাকালঃ ৩০ জানুয়ারী, ২০১০।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।