ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ !
আচ্ছা, তোমার কি সেই দিন গুলোর কথা মনে পড়ে..
কড়েতে কড়ে বন্ধী করে স্তমৃত চকচকে নোনা বালির তীরে দুজনে দাড়িয়ে,
কিভাবে সূর্যাস্তের হাওয়ায়, হাঠুতে জোসনা নামাতাম !!
আঁধার গুলো যতই আমাদের কাছে আকড়ে ধরতো !
সমুদ্রের গর্জন গুলো যতই ক্রমশই চেপে আসতো,
তুমি ততই আমার কড়ে গুলোকে শক্ত করে ধরতে !
হঠাৎ লেপটে দিতে শুভ্র হাতে তোমার সমস্থ অনুভূতি ;
আমার বুকের ঠিক মধ্যে খানে ! অনেকটা নৈঃশব্দে !
শেষ বিকেলে ক্যাফটেরিয়াতে সব বন্ধুরা মিলে যখন আড্ডা দিতাম,
মুগ্ধ হয়ে তোমার চোখেতে গরম চায়ের উষ্ণ ধোঁয়া উড়াতাম।
ঠোঁটের কোনে মুঁচকী হাসি জমা করে …
টেবিলের নিচে খেলতাম বুড়ো আঙ্গুলে আঙ্গুলে অদ্ভুদ সেই খেলা !
একদিন তো ওদের কাছে প্রায়ই ধরাই পড়ে গিয়েছিলাম,
অল্পের জন্য কোন মতে, দুজনে 'লাল পিপড়ার' কথা বলে রক্ষা পেলাম !
আচ্ছা ! তুমি কি এখনো সেই নীল জামদানীটা পড়ো,
আরে, হ্যাঁ ! সেই শাড়ীটা ! যেই শাড়িটা কেনার জন্য,
আমি নয় নয়টি মাস প্রাইভেট ফাকিঁ দিয়ে টাকা জমিয়ে ছিলাম,
বিশ্বাস কর! আমার এতটুকু ও কষ্ট হয়নি,
আমার কাছে মনে হয়েছে যেন, সে দিন একটি যুদ্ধ জয় করে ছিলাম !!
হঠাৎ ! তুমি !
কেমন করে যেন, হারিয়ে গেলে!!... সাথে সাথে হারিয়ে গেল সকল স্বপ্ন!!
পানসে্ করে দিয়ে গেলে আমার সব অনুভূতিকে,
মজিদ মামার হোটেলের সিংগারার দামে বিক্রি হয়ে গেল সব ইচ্ছে গুলো,
সমুদ্রের তীরের নোনা বালি গুলোকে আমার কাছে মনে হতে লাগলো ,
কখনো ধূলো কখনো বা স্তব্দ ফেলে আসা স্মূতির জ্বলত্ব মরীচিকা !!
জানি !
তুমি আর আসবে না !
আচমকা ছড়াবে না পেছন থেকে শিউলী কিংবা বকুল !
তবু তুমি বেচেঁ রয়েছ আমাতে,
একটি কল্পলোকের গল্প হয়ে !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।