জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
সময় না অসময়ে বেলা অবেলায়
আমার তনুমনে দোলা দিয়ে যায়
এক মনমোহিনী
এ কী সেই মুখ
যাকে আমি শ্রাবনী বলেই জানি !!
ক্লান্ত দুপুরের অলস বেলায়
আসা যাওয়া করে আমার মনের আঙিনায়
নূপূরের ছন্দে বাজিয়ে সে যায়
রুমঝুম সুরে কোন সুখের রাগিনী !!
রাতের গভীরে যখন ঘুমের ঘোরে
চুপিচুপি শিস দেয় মোর শিয়রে
নির্বাক ঠোটে তার কোন কথা নেই
যত কথা বলে যায় চোখের ভাষাতেই
কভু চঞ্চলা সে কভু অভিমানী ।
যদিও নাম তার দিয়েছি শ্রাবনী
এমন আছে কেউ সে কি আমি জানি ?
শুধু কল্পনায় ছবি একে
তার কথা ভেবে ভেবে
রচে যাই এক কল্পলোকের কাহিনী !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।