আমাদের কথা খুঁজে নিন

   

প্লট।। প্লট।। প্লট ।। প্লট ।। পানির দামে প্লট কিনুন। এক একর এক টাকা মাত্র

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

আমি জাহান্নামের উপর পেটেন্ট নিতে যাচ্ছি। সেইখানে অফুরান জায়গা-জমি। পানির দামে প্লট বেচমু। এক একর এক টাকা মাত্র। এছাড়াও ১০০একরের প্লট মাত্র ১০০টাকায় হলেও.......... ১০০০একরের প্রথম এককোটি প্লট মাত্র ১০০টাকা (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে) এতে যে সব সুযোগ-সুবিধা রয়েছে- ১. এখানে ঢাকা শহরের মতো যানজট নেই।

২. গ্যাস, বিদ্যুৎ এবং পানির কোন প্রয়োজনই নেই। ৩. আপনার ছেলেমেয়ের স্কুলে ভর্তির প্রয়োজন নেই। (এম্নি এম্নি ভর্তি হয়ে যাবে)। ৪. সর্বপ্রকার বিনুদুনের ব্যবস্থা আছে। (পুলিশ কোন কাজে বাধা দেবে না)।

৫. ইচ্ছা মতো মাইরা-কাইট্টা খাইতে পারবেন। ৬. এবং আরও অনেক কিছু........... ভবিষ্যতে যে সব সুযোগ-সুবিধা পাবেন- ১. নতুন রাজনৈতিক দল খোলার সুবিধা রয়েছে। ২. যে কোন অবৈধ ব্যবসা সহজেই খুলতে পারবেন। ৩. যোগ্যতা সম্পন্ন রাজাকারদের পুরস্কৃত করা হবে। ৪. জোড় যার মুল্লুক তার নীতি বাস্তবায়ন করা হবে।

৫. সভ্যতা, ভদ্রতা এবং সৎ নামের দুর্বল মানুষের সেকেলে নীতিগুলোকে বাতিল বলে গণ্য করা হবে। সুতরাং কেন আপনি এই প্লট কিনবেন না? যোগাযোগ করুন: দ্য আল-জাহান্নাম রিয়েল স্টেট (প্রাইভেট) লি:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.