আমাদের কথা খুঁজে নিন

   

একদল সাধারন মানুস, যারা জীবনে একটা মুরগী জবাই করছে নাকি সন্দেহ তারা খিচায়া চিল্লাইতাচে, শিবির ধর- জবাই কর।

ক্কি লিখবো... আজব তো!!! আসলে বলার মত কিছু পাচ্ছি, অবস্থা দেখলে আমার হাসি ই পাচ্ছে, >একদল সাধারন মানুস, যারা জীবনে একটা মুরগী জবাই করছে নাকি সন্দেহ তারা খিচায়া চিল্লাইতাচে, শিবির ধর- জবাই কর। আর অই দিক দিয়া শিবির আর সাথে সরকারের পেটোয়া বাহিনীর তুমুল যুদ্ধ শুরু হইছে, আর মানুষ গনহারে মরতেছে। >আরেক দল মানুষ নাকি সাইদী কে চাদের বুড়িকে ধর্ষণ করার সময় হাতেনাতে ধরে ফেলছে। এইটা নিয়ে তারা তুমুল ভাবে প্রচারনা চালাচ্ছে এবং কিছু সুশীল মানুষ ও নাকি সাইদির সাথে ধর্ষণের সময় ছিল এবং তার প্রমান শুরুপ খিচায়া চাদে নিজেদের তোলা ছবি আপ্লোড মারতেছে >সুন্দর ভাবে দুইটা পার্ট হয়ে গেছে মানুষ গুলো, সাহাবাগের পক্ষে বললে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে বললে রাজাকার, নিরপেক্ষ মানেও রাজাকার। আর অই দিক দিয়া জিনিস পত্রেরদাম হু হু করে বারছে এবং এই মুক্তিযুদ্ধের মদ্ধেই চলছে একটি দলের সকল দুর্নীতি এবং তা কোনো ভাবেই হাইলাট হতে পারছে না। কিভাবে হবে দেশে যে সরকারী পেটোয়া বাহিনীর পূর্ণ পাহারাতে জামাত-শিবির আর শাহাবাগী-দের মুক্তিযুদ্ধ চলছে। এবং তা চলবে নির্বাচন পর্যন্ত। > সবাই এখন বুদ্ধিজীবী হয়ে গেছে, সবাই এখন সব বুঝে। আশাকরি খুব তারাতারি ই তারা বুজবে যে আসলেই যে মানুষ টি শুধু মাত্র তার পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে চায় আর ২৫৬কেবিপিএস স্পিড এ নেট ব্রাউস করতে চায় তার কাছে এইসব আন্দোলনের কোনো মানেই নেই, কারনে সে তার ২৫৬কেবিপিএস নেট এর কারনে বুঝে গেছে যে এইটার সুরাহা করা ১ মিনিটের ব্যপার এবং সরকার তার নিজের কোনো একটি দল তার নিজের স্বার্থেই এই আন্দোলনকে নির্বাচন পর্যন্ত নিয়ে জেচে তাইছে কোনো রকম সমাধান ছারাই। আর আমিও তাদের মদ্ধে একজন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.