এইটা আমার পারসোনাল ব্লগ, কারো ভাল না লাগেল দুঃখিত
বিশ্বে যখন বিভিন্ন জাতীয় নেতা কিংবা গন্য মান্য (কেউ কেউ জঘন্য বলে পরিচিত) ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ, মামলা, বিচার চলছে, তখন কেনইবা বাদ পড়বেন পাকিস্থানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ শোশাররফ। এবার তার পালা এসেছে। আবারো দেশে ফিরে রাজনীতি করার খায়েশ এবার আর পূর্ন হবেনা তার।
বেনজীর ভুট্টো হত্যা মামলায় পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। শনিবার পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ ইকবাল ও বিগ্রেডিয়ার জেনারেল এজাজ শাহ’র সাক্ষ্যের ভিত্তিতে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি সাবেক এই সেনা প্রধান ও প্রেসিডেন্টকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। ওই তারিখে আদালতে উপিস্থিত হতে ব্যর্থ হলে তাকে ‘অপরাধী’ হিসাবে বিবেচনা করা হবে বলেও আদালত জানায়।
তথ্যসূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।