আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতিক ওডারল্যান্ডের ভুমিকা

সত্য প্রকাশে সংকোচহীন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতিক ওডারল্যান্ডের ভুমিকা বাংলাদেশ স্বাধীন এক দেশ। বিশ্ব মানচিত্রে পতপত করে ওড়ে হাজারো বাঙালীর গর্বের লাল সবুজের পতাকা। শ্যামল ছায়া মাখা এ দেশটি হাজারো স্বপ্নের বাস্তব প্রতিফলন। কিন্তু স্বাধীন এ দেশটির স্বাধীনতা প্রাপ্তির প্রেক্ষাপটটা সুখকর ছিল না। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্ম চল্লিশ বছর আগে।

১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছি। দীর্ঘ এক সংগ্রামের পর বিশ্ব দরবারে আরেকটি স্বাধীন দেশ হিসেবে নতুন মর্যাদা অর্জন করে লাল সবুজের এ দেশটি। স্বাধীন এ ভু-খন্ডকে নিজস্ব পরিচয় দিতে অসংখ্য মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। পাক বাহিনীর বর্বরতা ছিল খুবই ভয়াবহ।

নির্যাতনে মানব জীবনের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়েছিল। পিতা, মাতা, স্বামী, সন্তান, ভাই, আতœীয়-স্বজন হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়ে। রাস্তায় মানুষ বুভুক্ষ অবস্থায় পড়ে থাকে। অমানুষিক নির্যাতন সহ্য করে বেঁচে থাকার শেষ আশাটুকুও হারিয়ে ফেলে এ দেশের জনগণ। পাক বাহিনীর বর্বরতা আর বাংলাদেশের জনগণের সীমাহীন দুর্ভোগ দেখে বিশ্ব বিবেক হত বিহব্বহল হয়ে পড়ে।

আন্তর্জাতিক মিডিয়ায় নির্যাতিত বাংলাদেশের খবর প্রকাশিত হলে বিভিন্ন দেশ ও জাতি সহানুভুতি প্রকাশ করে। বাড়িয়ে দেয় সহযোগিতার হাত। বিদেশীরাও পাকিস্তানের অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি বিবেকের তাড়নায় অংশ নেয় স্বাধীনতা যুদ্ধে। নিজের জীবনকে বিপন্ন করে, নিজ সংসারের মায়া ত্যাগ করে বাংলাদেশ কে পাক হানাদারদের ভয়ংকর থাবা থেকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে।

মাতৃভুমি ছাড়া অন্যদেশের পক্ষে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনের মতো ঘটনা ইতিহাসে বিরল। পৃথিবীতে এমন উদাহরণ সৃষ্টিকারী বীরের সংখ্যা খুবই কম যে, যাদের স্বাধীনতার তীব্র বাসনা প্রতিপক্ষের দমন-নিপিড়ন থেকে মুক্ত করে বিজয় ছিনিয়ে এনে বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এজাতীয় উদাহরণগুলোই স্বদেশ অথবা অন্য দেশের স্বাধীনতা অর্জনে অনুপ্রেরণা যোগায়। সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করেও লক্ষ-পানে পৌঁছার অনন্য উদাহরণ মহৎপ্রাণ বিদেশী ওডারল্যান্ড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.