স্বপ্নের পায়রাগুলো উরে আসে উরে যায়,
খুদ কুঁড়ার মতই আমার মন মনন
যখন তখন খুঁটে খুঁটে খায়।
ডিম দেবে বাচ্চাও ফোটাবে বলে
খুব করে বাকুম বাকুম।
শেষমেষ কাজের কাজ বলতে
আমায় কাচকলা দেখায় ।
আমিও অতটা আলাভোলা নই,
গলাবাজি আর ফাঁকিফকরামি বেশ বুঝি।
তবুও অবলীলায় নিজের বিনাশ করে
স্বপ্নের পায়রা পুষি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।