ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
(এই পোস্টের ভেতর পাবেন আড্ডা থেকে উদ্ভুত সৃষ্টিকর্ম ,, তবে আসল মজা নিতে হলে আপনাকে ঐ আড্ডায় অংশ নিতে হবে )
উনারা সবাই আজ যা করেছেন কবি জীবনানন্দ বা সুকান্ত পরবর্তী যুগে এমনটি আর কোন গোষ্ঠি বা সংগঠন বা ব্যাক্তি করেছেন কিনা তা বলা খুবই কঠিন ।
সবাই নিজ নিজ মহিমায় উজ্জল নীলচে *তারা* যেন এক এক জন ।
ওনাদেরকে ব্লগার,ছড়াকার,কবি,বা সব কিছু দিয়েই উপমা দেওয়া যায় । তবুও হয় তো কম হয়ে যাবে ।
আজ সন্ধ্যায় এখানে বসে থেকে যারা রাতের প্রথম ভাগের শেষ মুহুর্ত পর্যন্ত আড্ডা দিতে দিতে নানা রকমের , নানা স্বাদের কবিতা সৃষ্টি করে ফেলেছেন একেবারেই অজান্তে ,,,
আসুন আমরা সেই সৃষ্টিগুলো দেখি একনজর :
কবিতার ধরন অনুযায়ী সাজানো হলো.....
এখান থেকে শুরু করেছিলেন আর.এইচ.সুমন .
****
বিষণ্নতার মেঘ জমেছে মনের আকাশে ,
আমার চোখে বৃষ্টি হলে কার কি যায় আসে ,
আজ,
অকারণেই হাসতে দেখেও কারণ খোঁজো না ,
হাসির মাঝে কত দুঃখ তা তো বোঝো না ,
**** (আর.এইচ.সুমন)
তারপর সেখানে যোগ দেন,মাহমুদুল হাসান কায়রো সাহেব এবং কিছু সময় পরে গাংচিল ২,,,,
****
হাসির মাঝে কান্না তোমার লুকিয়ে আছে জানি
হৃদয়ে আমার সেই কান্নার ঝরছে দেখ পানি
তাই
শব্দ করে না হয় আমি নাই কাঁদলাম আজ
তোমার ব্যাথায়ই পার করি সকাল দুপুর সাঝ ।
**** (মাহমুদুল হাসান কায়রো)
****
জানি আমার কান্না শুনেও আসবে না তো ফিরে
তবু আমার ভালবাসা বাঁচে তোমায় ঘিরে।
যদি,
ভুল করে ভুলেও কভু আমায় পরে মনে,
খোলা আকাশে তাকিয়ে ভেবো, আছি তোমার সনে।
**** (গাংচিল ২ )
এবার শাহেদ_আহমেদ আহাম্মেদের দু-চরন কবিতায় কবিতার ধরন কিঞ্চিত পরিবর্তিত হয়ে যায় .... দেখুন কিভাবে ..
****
এই পুস্টের কোবতে পইড়া হইয়া গেলাম তাজা,
আর.এইচ.সুমন ভাইয়েরে দিলাম উত্তম জাঝা !
****( শাহেদ_আহমেদ )
****
শুরের সাথে শুর মিলয়ে গাইতে হবে গান
তাহলেই কেবল ভরে উঠবে ব্লগারদের প্রাণ
আর
উল্টা পাল্টা এদিক সেদিক মারতে গেলে ঢিল
খাইতে হবে সবার সামনে পব্লিকেরই কিল।
**** (মাহমুদুল হাসান কায়রো)
উপরের অংশটি মাহমুদুল হাসান কায়রো শাহেদ_আহমেদ কে উদ্দেশ্য করে বলে ...
কিন্তু কায়রো সাহেবের কবিতার কিছু ভুল ধরে আরও একটি কবিতা লিখে ফেলেন আর.এইচ.সুমন ,,,,,,,,
****
হাতির শুর আর গানের সুর কি
এক করলা মিয়া ???
তোমার কতা শুইনা মন্চায়
পালাই জানলা দিয়া
পাব্লিক সব বুইঝা গেছে শুরের-ই মর্ম
শুরের সাথে সুর মিলাইয়া
তুমরা মিয়া ঠিক করনাই কর্ম ( ( (
****( আর.এইচ.সুমন )
কায়রো সাহেবের কবিতায় ভুল ধরায় তিনি তার উত্তরে আবার বলেন ...
****
সুর বল গানের আর হাতির বল শুর
কেমন করে ইজ্জতে আমার ধরলা তুমি খুর??
কবিতা আর লিখমু না চলে যাই ধুর
তাহরীর ময়দান অপেক্ষা কর্ছে আমার জন্যে হুর!!!
-----
খেক খেক ব্যা ব্যা ম্যা ম্যা....
যারা যারা আমার বানানে ভুল ধরে
সবাইরে বেংগাইললাম..
**** ( মাহমুদুল হাসান কায়রো )
এই প্রতি উত্তর দেখে আর.এইচ.সুমন বলেন ...
****
মুখ ভেঙগাইলে কেঁচো খাবা
সাহারা খাতুন রে চুম্মা খাবা
**** ( আর.এইচ.সুমন )
এবার কবিতার পটভূমি পালটে ফ্যালান পলাশমিঞা তার বিরহের কবিতা আনিয়া ..
****
বন বিজনে কত যে ফুল ফুটে,
মধুর আশে মধুচুর আসে,
ভোমর গুনগুন করে উড়ে,
পাপিয়া কাতর পিপাসায়,
আমি অপেক্ষমাণ তোমার জন্য
তুমি তা জান না।
**** ( পলাশমিঞা )
এরপর আগমন ঘটে জয় রাজ খান এর আরও একটি রোমান্টিক কবিতা
****
নাইরে নাই এই জীবনে
প্রেম ভালবাসা
তাইতো এদিক ওদিক ঘুরে
তোমার কাছে আসা।
দিতে যদি একটু খানি আশা
হতাম আমি তোমার মনের চাষা।
**** ( জয় রাজ খান )
এবার পলাশমিঞা আরও একটি সুন্দর কবিতা চয়ন করেন কিছুক্ষণের ভেতরে..
****
সন্ধ্যা ঘনাচ্ছে, আকাশে ঝলমল করবে চাঁদ,
শুকতারা হয়তো আজ লুকিয়ে থাকবে,
পাখিরা নীড়ে ফিরছে, সাথী আছে সাথে,
আমি একা, চেনা পথে পথহারা,
তুমি আমার মনের খবর জানতে চাও না।
**** ( পলাশমিঞা )
এবার
****
"ভালবাসা চেয়ে পাইনি তা এমনও নিভৃতে
প্রতারনা পেয়েছি নিজের অজান্তে এই নিশাচরে । "
****( নিভৃত নয়ন )
****
তবুও তোমাকে এখনও যে বাসি ভালো ,,
তোমারই স্বপনে কখন যেন এ রাত ভোর হলো ..
**** (আর.এইচ.সুমন)
এবার পলাশমিঞা এর বৌ সম্পর্কে কিছু কথা বলার পর , একটি কথার প্রেক্ষিতে আর.এইচ.সুমন বলে ...
****
ভাবি সাব আপনারে তামাশা করিয়া
বলিয়াছে যে কথা
তাহা নিয়া আপনি করিবেন না একটুও
মাথা ব্যাথা ..
বৌ এর কাছে স্বামী হইলো
সব থেকে বড় কিছু ..
রবী গুরু , কাজি , সুকান্ত
কেহই পারিবে না ধরিতে
আপনার পিছু
আপনি কি বুঝেছেন কিছু ???
**** ( আর.এইচ.সুমন )
জয় রাজ খান ,,আর.এইচ.সুমন কে ফুসকা আর দৈ খেতে বললে ... আর.এইচ.সুমন বলে ...
****
কোথা থেকে যেন এক গাংচিল এসে
লিখে রেখে গেছে কবিতার শেষ টুকু
ভাবছি ভাগাভাগি করে খাবো দুজন
তোমার দেওয়া ফুসকা আর দৈ-টুকু
**** ( আর.এইচ.সুমন )
এবার আড্ডায় অংশ নিতে আসেন সামু ব্লগের বিখ্যাত ছড়াকার / কবি পাহাড়ের কান্না ওরফে পাকা উনি কবিতা রচনার পর তার উত্তরে , আর.এইচ.সুমন বলে...।
****
আমি পারতাম না করতে কবিতা লেখার চেষ্টা,
এমনিতেই ক্ষুধা পেটে সাথে আছে তেষ্টা।
সিঙ্গারা দাও ফুস্কা দাও আর দাও জিলাপী,
আমার জন্য বউ খূজো যে হবে আলাপী।
**** ( পাহাড়ের কান্না )
****
বিয়ার চেষ্টা করিতে করিতে ক্লান্ত তুমি পাকা
তাই তোমার মনটা এখন করে সুধু খাঁ খাঁ ,,
বহু দুর হাটিয়াছো বহু মেয়ে দেখিয়াছো
তবুও ব্যার্থ হয়েছো তুমি ..
এবার তুমি বসিয়া বসিয়া
খাইতে থাকো গুড়ে ভাজা জিলাপি
আমি গিয়ে খুঁজিয়া আনি
কোন সুন্দরী গোলাপী ....
**** ( আর.এইচ.সুমন )
****
কিসের তরে একলা হাটি বষ্টি ভেজা পথে
মনের ভুলে কথা বলি নিজেই নিজের সাথে
জানলে নাত আমার মনের কোন জাগাতে ব্যথা
কিসে আমার সুখ আর কিসের আকুলতা
****( ঝুমকু )
এরপর আসরে নীলসমুদ্রের আগমন এবং আর.এইচ.সুমনের সাথে কবিতালাপ ...
****
ফ্রী ফ্রী কিছু পেয়ে গেলাম
কবিতার বস্তা।
যাক,
আর কিছু না হোক,
হল তো নাস্তা।
**** ( নীলসমুদ্র )
****
নীলসমুদ্র ভাই না আপা
নাস্তা খাইয়া মাইপোনা রাস্তা
তোমার ওপরে পাকা ভাইয়ের
বৌ খুজিবার ভার করিয়া ন্যাস্ত
আমি কিচুক্ষনের জন্য রান্নার কাজে
হইতে যাইতেছি ব্যাস্ত
**** ( আর.এইচ.সুমন )
পাকা ভাইয়ের বউ খুজিতে গিয়া
যদি পাই নিজের লাগিয়া,
দিতেও পারি নিজে রাখিয়া
ভাই না আপা এই প্রশ্নের উত্তরও দিয়া
বলিতেছি,
রাস্তা মাপার কাজ সার্ভেয়ারদের
রান্না করার কাজ রাধূনীদের
আমি রাস্তা মাপতে যাই নি,
কিন্তু আপনি রান্না করিতে
ব্যাস্ত হইয়া কি বোঝাইলেন?
****( নীলসমুদ্র )
****
রান্না হলো শিল্প নইতো
মেয়েদের একার
এই জিনিসটা দরকার আছে
পুরুষেরও শেখার ..
পাকা ভাইয়ের কপাল খারাপ
যাদের দিচি দায়িত্ব
তারা সবাই সেই সুযোগে
মেয়েগুলো করেছে আয়ত্ত ।
****( আর.এইচ.সুমন )
এরপর ব্লগার মাহী ফ্লোরার আগমন ...তার শুরু দু ভাই বোনের কথোপকথন...
যেখানে মাহী ফ্লোরার বিভিন্ন কথার উত্তরে ছোট ভাই আর এইচ সুমন বলে ...(সিংগাড়া প্রসঙ্গে , নিজের পোস্ট নিয়ে, পাকা ভাইয়ের বৌ দেখে ভয় পেয়ে )
****
সিংগাড়া আজ সীমিত পরিমান
ভাজিয়াছে দোকানি
তাই তো গিয়ে শুরু করিয়াছিলাম
ঝগড়ার সাথে আঙুল তুলে ঝাঁকানি
অবশেষে দোকানি বলিলো কাঁদিয়া
ঢের হয়েছে ছোট বাবু
ঐখানে দিয়া দেখিয়া আসেন
সিংগাড়া বানাইতাছে হাবু .....
------------------------------------
হোক না যতই ছ্যাড়াব্যাড়া ,,,,,,,
পোস্ট খানা যে আপনার ,,,
নাম দেখিলেই হিট খাইবেন
লেখার তো নাই দরকার
------------------------------------
ওনার লাগিয়া ইহাই হইলো
অতি উত্তম পাত্রি ..
ভুলেও ইহাকে দেখিতে যাইবেন না
ভোরে কিংবা রাত্রি
****( আর.এইচ.সুমন ) .
শেষ মুহুর্তে আবার পলাশমিঞা এর সাথে (রান্না এবং একসাথে আড্ডা প্রসঙ্গে )
****
সবই কপাল
বালবো কিরে ভাই
ভাবীর পেটে বাচ্চা
কদিন পরই ডেলিভারি
টাই তো ভাইয়া ওনারে
রেখে এসেছেন গ্রামের বাড়ি
----------------------------
সমস্যা নাই গুরু
আজি হতো মোদর
এক সাথে হোক ব্লগের পথে
হাত ধরে হাটা শুরু ......
ভুলিবো না ভুলিবোনা
ভয় নিও না মনে
আমি এখনও বিয়া করিনাই
রাখিও তা সরণে
**** ( আর.এইচ.সুমন ) ।
###############################
আড্ডায় অংশ নিয়েছিলেন ,,,,,,,,,,,,, (আর.এইচ.সুমন)( পাহাড়ের কান্না )(মাহী ফ্লোরার)( নীলসমুদ্র )( পলাশমিঞা )( নিভৃত নয়ন )( জয় রাজ খান )( মাহমুদুল হাসান কায়রো )(গাংচিল ২ )( ঝুমকু ) ।
অতিথি ছিলেন ....বিখ্যাত ব্লগার ( জিসান শা ইকরাম ) (সায়েম মুন ) এবং উদিয়মানা তারকা ( আসিফ মুভি পাগলা )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।