আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতিতে আমি বারবার হারাই-প্রকৃতিকে দূষণ করতে ?



ঘুরে বেড়াই আনমনে-পাহাড়ে, সমুদ্রে, বনে কিংবা সবুজের নির্জনে, ঘুরে বেড়াই মুগ্ধতায়। ভালোবাসি প্রকৃতির সৌন্দর্য-একাগ্রচিত্তে উপভোগ করি আর আপন মনে বলি আর কত দিন ? হয়তো আর বেশিদিন নেই, আমি প্রকৃতি দেখতে বের হবো না, হয়তো ঘৃণায়, আমি উপভোগ করতে বের হয় না, আমি বের হই, ধ্বংস করতে, আমি সৌন্দর্য উপভোগ করিনা, আমি যায়, সৌন্দর্য হনন করতে ? যেখানে যায় না কেন, নষ্ট করছি, তার সৌন্দর্য, ধ্বংস করছি, তার রূপ- সৌন্দর্যের পাশাপাশি এখন আমি দেখি আর্বজনা, যা আমার ফেলে আসা.................... এভাব একদিন হয়তো আমি আর্বজনা দেথতে যাবে, একটা পানির বোতল যখন ছুঁড়ে ফেলি, তখন চিন্তা করি না, এতে কি আমি দূষণ করছি না, খেতে আমার হবেই, তাই বলে পরিবেশ দূষণ করে, আমি শুধু পানির বোতলের কথা বললাম, আমি/আপনি সবাই সৌন্দর্যে হারাতে চাই-হারানোর সময় কি একটু নজর দিয়ে দেখছেন, আমরা কিভাব দূষণ করে সৌন্দর্যহানি করে চলছি? আমি বলতে পারি, আপনি যেদিন বলতে পারবেন, সেদিন থেকে হয়তো দূষণের হাত থেকে রক্ষা পাবে আমার পরিবেশ................ আসুন সবাই ঘুরতে বের হই, তবে পরিবেশ দূষণ করতে নয় ..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।