আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতিতে লেগেছে শীতে ছোয়া......



বৃক্ষের পদতলে জীর্ণ পত্রের অশেষ উৎসব.....বাতাসে কিসের গন্ধ ......কাদের সংগীত.....একদিন ঘুম ভেঙ্গে দেখি ....এসে গেছে শীত। হ্যাঁ প্রকৃতিতে সত্যিই শীত এসে গেছে । তবে কবির কথার মত এত সহজ সরল ভাবে শীত আসেনি । শীত এসেছে চারটি ঋতু ,আটটি মাস বিরতির পরে। তবে এবারের শীত হয়তো একটু বেশী আগেই এসেছে জলবায়ু পরিবর্তনের কারণে।

তবে প্রবাদে আছে “ঊন বর্ষায় দুনো শীত” অর্থাৎ যে বছর বর্ষা কম হয় সে বছর শীত বেশী হয় । একথা বলছি একারণেই যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসাব মতে অন্যান্য বারের তুলনায় এ বছর বাংলাদেশে বৃষ্টির পরিমাণ ২৬ শতাংশ কম হয়েছে । তবে কি দ্বিগুণ শক্তিতে আক্রমণ করবে শীত? উত্তর যদি হ্যাঁ হয় তাহলেও চিন্তার কিছু নেই ধনীদের , যতচিন্তা শহরের নিন্মবিত্ত বস্তিবাসী মানুষের। কিভাবে কাটবে তাদের শীত? এই ভাবনা হয়তো এখনই ভাবতে শুরু করেছেন বস্তি পরিবারের অভিভাবকেরা। ছোট বেলায় শীতের সকাল রচনার মত দিগন্ত জোড়া মাঠের প্রান্তে কুয়াশার চাদর মুড়ি দিয়ে নয় রাজধানী ঢাকা শহরে শীত আসে ইট পাথরে ঘেরা দেয়ালের গা ঘেষে থাকা কর্মব্যস্ত শহরের রূপ নিয়ে।

গ্রামের মত এখানে সেখানে শীতের পাখি দোয়েলের উপস্থিতি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, চদ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন স্থানে দোয়েলের দেখা পাওয়াসহ ভাগ্য ভাল হলে দোয়েলের ডাকও শনতে পাওয়া যায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়বাসী এবার এখনও দোয়েলের ডাক শুনতে পাননি বলে জানালেন বাংলা চতুর্থ বর্ষের শিক্ষার্থী জসীম উদ্দিন। শহরে গাছের পাতা এখনো ঝরতে শুরু করেনি তবে পাতার ওপর পুরু ধূলার আস্তরণ পড়তে শুরু করেছে । শহর শুষ্ক ভাব ধারণ করে ধূলায় একাকার হয়ে গেছে। বাংলা কলেজের লেকে ফুটেছে অসংখ্য কচুরিপানা ফুল , বোটানিক্যাল গার্ডেন ও বলদায় ফুটেছে সাদা ও লাল শাপলা ফুল যা দেখলে যে কারও মনে পড়বে শৈশবের দুরন্তপনার দিনগুলোর কথা যখন মায়ের চোখ ফাঁকি দিয়ে বকুনির ভয়কে উপেক্ষা করে খালে বিলে শাপলা বা কচুরিপানা ফুল তোলার কথা।

তাছাড়া শীত যে আসছে তা বোঝা যাচ্ছে সন্ধ্যার পর অনেকের গায়ে শীতের হালকা গরম কাপড় দেখে তবে এক্ষেত্রে বয়ষ্কদের চেয়ে ফ্যাশন সচেতন তরুণেরাই বেশী এগিয়ে। নগরীর বিভিন্ন বিপনী বিতান ও ফুটপাতের দোকানীরা গরম কাপড়ের পসরা সাজাতে শুরু করেছে। শীতের পোশাক প্রসঙ্গে কথা হল নিউমার্কেটে শীতের গরম পোশাক কিনতে আসা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহমিদা মিতুর সাথে। তিনি বললেন,“শীত পুরোপুরি শুরু না হলেও বাকী নেই,তাই শীতের পেশাক কেনার ঝামেলাটা আগেই সেরে রাখতে চাই। ” তবে শীত পুরোপুরি নাা আসলেও গত কয়েকদিন ধরেই নগরবাসীর গায়ে আর্দ্রতার অভাব লক্ষ্য করা যাচ্ছে।

ফলে শিরশির করছে সারা শরীর। এসুযোগ বুঝে শীতের প্রসাধনী সংগ্রহ ও মজুদের ক্ষেত্রে পিছিয়ে নেই কসমেটিক্স দোকানীরাও । শীতের আগমনের শুরুতেই শীতের নতুন নতুন কসমেটিক্স সামগ্রী দিয়ে ভর্তি করে ফেলেছে তাদের দোকান। বর্তমান সময়ে শীতের প্রসাধনী বেচাকেনার পরিমাণ জানতে চাইলে আসাদ গেটের আড়ং শাখার বিক্রয় কর্মী সুলতানা মুনা জানান “শীতের প্রসাধনী বিক্রি খুব একটা শুরু না হলেও কিছুদিনের মধ্যেই শীতের তীব্রতা ক্রেতাদের ঠিকই কসমেটিক্সসের দোকান চিনিয়ে দেবে। ” শীতের বিরুদ্ধে যুদ্ধ করতে এলিফ্যান্ট রোডের বিভিন্ন দোকানসহ বাটা এপেক্স ,এডিডাস, গুচি ইত্যাদি শোরুম গুলো বিভিন্ন ডিজাইনের স্নিকার্স,কনভার্টসও কেটসের প্রদর্শনী করতে দেখা গেছে ।

শীতের আগমনে শহরের বিভিন্ন স্থানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলা কলেজ , মিরপুর দশ নম্বর , গুলশান লেক , ধানমন্ডি লেক এলাকাসহ শহরের বিভিন্ন ভ্রাম্যমাণ ও অভিজাত পিঠার দোকান গুলোতে শীতের পিঠাও বিক্রি হতে দেখা গেছে। আর শীতের সব্জিতে ভর্তি হয়ে গেছে কাঁচাবাজার। এসব সব্জির মধ্যে ঢেড়স, ফুলকপি, বাঁধাকপি,গাজর ,মুলা, পালং শাকই প্রধান। সেই সাথে শীতের বিভিন্ন ফল যেমন জলপাই, চালতা , সফেদা , তেতুল ও পাওয়া যাচ্ছে বিভিন্ন সুপারশপ ও বাজারগুলোতে। তবে শীতের প্রসিদ্ধ খেজুরের রস ঢাকা শহরে কোথাও পাওয়া না গেলেও খেজুরে রসের তৈরী গুড় ও পাটালী পাওয়া যাচ্ছে প্রায় এক মাস আগে থেকেই বলে জনালেন মোহাম্ম্দপুর টাউন হলের খেজুরের পাটালী বিক্রেতা মাসুদ।

শীতে পরিয়াযী পাখি আসে বাংলাদেশে যা এই চিরচেনা বাংলাদেশের সৌন্দর্য্য কে আরও বাড়িয়ে তোলে। শীতের অতিথি পাখি বাংলাদেশের যেসব স্থানে আসে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা চিড়িয়াখানা । তবে চিড়িয়াখানায় পাখি এখনও না এলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গরমের জোনাকী পালিয়ে অতিথি পাখি আসতে শুরু করেছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মনোয়ার হোসেন। যদিও শীত এখনও জেঁকে বসতে আারও কিছুদিন সময় লাগবে তবুও রাতে লোডশেডিং মুক্ত ঢাকা শহরের প্রকৃতি বিভিন্ন ভাবে জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। অতএব চায়ের স্টলে শরীর গরম করা ভীড় দেখতে আমাদের আর বেশীদিন অপেক্ষা করতে হবে না।

তবে আপনি রেডি তো এবারের তীব্র শীতের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।