উড়ু উড়ু মন :)
গত রাতে জগন্নাথ কলেজ ,ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের আয়োজনে কনসার্টে গান গাইতে আসছিলেন মাননীয়া সংসদ সদস্যা মমতাজ আফায়। ভাবতাসেন এইটা আবার কোন দেশে?প্রোগ্রামটা ছিল বাণী অর্চনা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জগন্নাথ হল শাখার আয়োজনে জগন্নাথ হলের ভিতরে। মমতাজ আফায় গান শুরুর আগে এমপি হিসাবে একটু বক্তিতা দিতে গিয়া একটু পেচ লাগাইয়া ফেলসিলো হল, কলেজ, আর বিশ্ববিদ্যালয়ের মইধ্যে
সারা মাঠে পোলাপানের হাসির শব্দে হুশ হইলো যে কথাও একটা গোলমাল হইসে, পরে ছাত্রলিগ নেতৃবৃন্দের সহায়তায় উনি লাইনে আসেন । পোলাপানের কথা শোনা গেল যে আফায়তো পড়ালেখা বেশি করেন নাই তাই একটু পেজগী লাইগা গেসে , বেফার না , ঠিক হৈয়া যাইবেক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।