আমাদের কথা খুঁজে নিন

   

হালার পো আগে কইবি না..।।। (ছোট্ট গল্প)।।



: কিরে ফটকা, এত্ত হয়রান হইয়া, আমার কাছে। তুই দেহি হাপাইতাছত.. : ফটকা হাপাইতে হাপাইতে বলল, মাতব্বর সাব, মারাত্বক খবর আছে. : কি কস অনেক মারাত্বক খবর, : হু মাতব্বর সাব,,.. : তোর কাছে তো একটা পিপড়া মরলে ও মারাত্বক খবর হইয়া যায়.. : আপনি এইডা কোনো কথা কইলেন মাতব্বর সাব, মানুষের ও একটা জান, পিপড়ার ও একটা জান, মানুষ মরলে যদি মারাত্বক খবর হয় পিপড়া মরলে হইবে না ক্যান, কন দেহি মাতব্বর সাব. : হু। তোর আর প্যাচাইতে হইবে না, কি কইবি ক.. : মাতব্বর সাব, অনেক হয়রান হইছি, এক গ্লাস পানি, বলেই ফটকা বুঝল সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সে মাতব্বর সাহেবের কাছে পানি চাইছে., তার সাহস তো কম না। ... ফটকা আড়চোখে দেখল মাতব্বর সাব তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ।

না মানে, আমার গিন্নি আমারে কইল, কইগো হুনছ মানসে, ঘরে একফুটা কেরাসিন তেল নাই, সন্ধ্যোর বাত্তি দিমু ক্যামনে. : এইডা তোর মারাত্বক কথা, : না, আমি কইলাম সন্ধ্যোর বাত্তি বইলা কথা, সন্ধ্যোর বাত্তি না দিলে অ-মঙ্গল হয়.. দেও গিন্নি কেরাসিন তেলের বোতলটা দেও, আমি গিন্নির কাছ থাইক্যা বোতল নিয়া বাজারে গেলাম, দোকানদার হায়দার ভাইতো আমারে দেইখ্যা মহাখুশি, .. খুশি হইব না ক্যান, আমি হইলাম তার একমাত্র নগদ কাষ্টমার, : মাতব্বর সাব, উত্তেজিত হলে বলল, এইডা তোর মারাত্বক কথা। : ফটকা মাথা নাড়ে, তারপর তো হায়দার ভাই এই গল্প, সেই গল্প, ..তার দোকান থাইক্যা দুইডা ডিম চুরি হইছে. ,, হেই চোরকে কিভাবে ধরছে তা কইল,. আপনি এই কন, আমারে কইব না তো কারে কইব. আমি হইলাম তার একমাত্র নগদ কাষ্টমার.। শেষমেষ আমারে চা ও খাওইল। : তোর মারাত্বক কথা কওয়া কি শেষ হইছে... : মাতব্বর সাব, এহনো তো আসল কথাই কইলাম না, কেরাসিন তেল নিয়া টেহা দিতে যামু, দেহি পকেটে টেহা নাই, আমার সেকি লজ্জা. হায়দার ভাই কইল, ফটিক ভাই এতে লজ্জার কি আছে. পরে আইসা টেহা দিয়া যাইয়েন. আমি কইলাম, না হায়দার ভাই, বোতল থাকুক পরে টেহা দিয়া নিয়া যামুনে : ফটিক ভাই, আপনি তো আমারে খুবই লজ্জায় ফালাইলেন. আপনি তো আর চোর বাটপার না যেন টেহা মাইরা যাইবেন.. । : আমি বোতল নিয়া বাড়ির দিকে রওনা দিলাম, হঠাৎ দেহি আমাগো মা মনি ময়না আম্মারে, আমি তো আশ্চর্য্য হইয়া গেলাম. : আমার মাইয়া ময়নারে দেখছত, বলল মাতব্বর সাব : হু।

আমি তো অবাক : এতে অবাক হওয়ার কি আছে..তুই কি কোন দিন আমার মাইয়া ময়নারে দেহস নাই, এই তোর মারাত্বক খবর.. ; না, ময়না আম্মারে আমারে কইল, চাচা ক্যামন আছেন. আমি কইলাম ভালো, সাথে একটা পোলারে ও দেখলাম, আমি কইলাম তুমি এইহানে কি কর মা মনি, : চাচা, কাজি অফিসে যাইতাছি, : কাজি অফিসে., তা কি মনে কইরা.. : চাচা, বিয়া করতে, আমি কইলাম ভালো তো। । : চাচা, আমাগো বিয়াতে স্বাক্ষী লাগব.. আপনি কি আমাগো বিয়ার স্বাক্ষী হইবেন.. : আমি কইলাম, মা. মনি আমার তারা আছে.. অনেক কাজ পরে আছে,.. এই কথা বইলা, আমি দৌড়াইয়া আইলাম আপনারে কইতে, দেহেন তেলের বোতল কোন ফাকে যেন পইড়া গেছে.. ::: হালার পো এই কথা তো আমারে আগে কইবি.. আমার যা সর্বনাশ হবার তাতো এতোখনে হইয়া গেছে...............)))))

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.