আমাদের কথা খুঁজে নিন

   

লেখক না কিনে লেখকের লেখা কিনুন - ফয়সাল সোহান

সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।

লেখক না কিনে লেখকের লেখা কিনুন - ফয়সাল সোহান এটা আজকে আমার এক বন্ধু ( ফয়সাল সোহান ) তার ফেসবুক স্ট্যাটাস হিসেবে দিয়েছে। ফয়সাল সোহান কোনো নামকরা লেখক না, তার লেখা ছোটো ছোটো স্যাটায়ার কবিতা বা ছড়াগুলা নিয়ে কেউ পত্রিকায় ফলোআপ ও ছাপে নাই, যদি অন্তত একজন ও তারে নিয়া ফলোআপ দিতো নির্ঘাৎ এই বাক্যটা এইবার বইমেলার প্রতিটা স্টলে ব্যানার বানায় রাখতো ( ২ - ১ টা বাদে ) গতকালকে আমার এক লেখক বন্ধু মাহমুদুর রহমান রাজুর বই বের হইছে ( দুর্লভ পাপ ), এই খুশিতে সন্ধ্যায় বই মেলাতে গেলাম। মেলার মুল প্রান্গনের বাইরেও স্টল আছে বইলা কি না জানি না, কিন্তু মনে হইলো মেলায় ক্রেতা বা বই-অনুরাগী লোকজন খুব কম। রাজু আর আমি এইটা নিয়া কথা বলতে বলতেই হাটতেছি আর কয়েকটা বই নিয়া আলাপ করতেছি।

( এই ফাকে জানায় রাখি আলকেমিষ্ট বইটা খুজতেছি, কই পাওয়া যাবে কেউ জানেন না কি ?? ) হঠাৎ এক কোনায় যাইয়া তো থ। মেলায় লোকজন কম কই ?? সব লওকজন তো এই এক স্টলে রে বাব। তাও কেউ বই দেখতেছে না। টেকার মুঠা সেলসম্যানের কাছে দিতাছে আর লাল গেন্জি পরা লাল্লু সেলসম্যান গুলা আহমেদ সাহেব আর ইকবাল সাহেবের বই সুন্দর প্যাকেটে ভইরা চালান দিতেছে। এইটা কি বইমমেলা নাকি আহমেদ, ইকবাল, হক সাহেবেদের মেলা।

আফসোস। আমরা নতুন লেখকদের লেখা গুলা যাচাই করার ও সুযোগ দেই না। ( এই লাইনটাও ফয়সাল সোহান এর বলা, ওর কোনো বই এখনো বের হয় নাই, উম্মাদে কয়েকটা লেখা ছাপা হইছে। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.