আমাদের কথা খুঁজে নিন

   

ধুনটে জামায়াতের মিছিলে পুলিশি বাধা

দলটির নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা।
ধুনট বাজার বড় মসজিদ থেকে জোহারের নামাজের পর মিছিলটি বের হয়ে বাজারের পশ্চিম দিকে যাওয়ার পথে পিছন থেকে পুলিশ ধাওয়া করে।
উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে পুলিশ হামলা করেছে।
তবে ধুনট থানার ওসি শাহজাহান পাশা বলেন, জামায়াতের মিছিল থেকে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের পরিকল্পনা ছিল। তাই তাদের মিছিলে বাধা দেয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।