আমাদের কথা খুঁজে নিন

   

ধুনটে বিয়ের ৭ দিন আগে খুন হলেন অসিম কুমার

বগুড়ার ধুনটে বিয়ের পিঁড়িতে বসার ৭ দিন আগে খুন হলেন অসিম কুমার দাস (২৭)।

অসীম আগামী ২৫ জানুয়ারী বিয়ের পিঁড়িতে বসবেন বলে গতকাল স্বজনদের দাওয়াত পত্র দিতে গিয়ে আর ফেরেননি। আজ বাড়ির পাশের একটি ক্ষেত থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত অসীম কুমার দাস বগুড়ার ধুনট উপজেলা পৌর এলাকার দাসপাড়া এলাকার অনীল চন্দ্র দাসের ছেলে।

জানা যায়, নিহত অসিম কুমার দাসের আগামী ২৫ জানুয়ারী টাঙ্গাইলের ভূয়াপুরে বিয়ের দিন নির্ধারিত ছিল।

গতকাল রাত ৮টায় বাড়ী থেকে খাওয়া দাওয়া করে বিয়ের দাওয়াতপত্র পৌঁছানোর জন্য অসিম বাড়ী থেকে বের হয় নিখোঁজ হয়ে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে রবিবার সকাল ৭টায় এলাকাবাসী তার বাড়ীর পাশে ভুট্টার ক্ষেতে অসিমের লাশ দেখতে পায়। তার মাথায় ও কাপালে কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দূর্বৃত্তরা অসিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ীর পশে কাজিপুর উপজেলার সীমানায় ভুট্টার ক্ষেতের মধ্যে লাশ ফেলে রেখে যায়।

পুলিশ আজ দুপুর ১টায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

নিহতের পিতা শ্রী অনিল চন্দ্র দাস বাদী হয়ে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।