বগুড়ার ধুনটে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা আগামী শুক্রবার থেকে শুরু হবে।
উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল ময়দানে প্রতি বছরের ন্যায় এবারেও তিন দিন ব্যাপি ৩৬তম এই ইজতেমার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ন হয়েছে।
ঢাকার কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় প্রতি বছর এই ইজতেমা অনুষ্ঠিত হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ব ইজতেমায় দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলা সহ বিশ্বের প্রায় ৮/১০টি দেশের ধর্মপ্রান মুসুল্লীগন অংশ গ্রহন করেন।
কিন্তু এ বছর হরতাল অবরোধের কারনে মুসল্লিদের উপস্থিতি কম হওয়ার আশংখা করছে আয়োজন কমিটি।
আগামী রবিবার পূর্বাহ্নে মুসলিম উম্মাহ ও দেশ ও জাতির শানি্ত উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।