আমাদের কথা খুঁজে নিন

   

ধুনটে সংঘর্ষে ব্যবসায়ী নিহত আহত ১১

বগুড়ার ধুনট উপজেলায় দুপক্ষের সংঘর্ষে মুরগি ব্যবসায়ী শাহজাহান আলী নিহত ও ১২ জন আহত হয়েছেন। শাহজাহান উপজেলার নিমগাছী গ্রামের আলিমুদ্দিন সরকারের ছেলে।

জানা যায়, নিমগাছী গ্রামের জিয়ারুল ইসলাম ও ছকেন আলী পাশাপাশি ব্রয়লার মুরগির ব্যবসা করতেন। ছকেন প্রতি কেজি মুরগি ১২০ ও জিয়ারুল ১১০ টাকা দরে বিক্রি করতে থাকেন। কমদামে বিক্রির অভিযোগে সোমবার দুই ব্যবসায়ীর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হন উভয় পক্ষের ১২ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে গতকাল শাহজাহানের মৃত্যু হয়। ধুনট থানার ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।