আমাদের কথা খুঁজে নিন

   

ধুনটে আবারো ইভটিজিং : মাদ্রাসা ছাত্রের জেল-জরিমানা



বগুড়ার ধুনটে উপজেলার অলোয়া-মথুরাপুর আমেনা ময়েন সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণীর এক ছাত্রী শনিবার সকাল ১১টায় বাড়ী ফিরছিল। পথিমধ্যে ওই ছাত্রীর সহপাঠি সোহেল রানা ওড়না টেনে ধরে। ঘটনা দেখে ছাত্রীর ভাই তাকে হাতে নাতে আটক করে মাদ্রাসায় নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ হারুন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে তিনি সোহেল রানা ১ মাসের কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন।

পুলিশ সোহেল রানা কে গ্রেফতার করে এনেছে। রবিবার সকালে জেল হাজতে পাঠিয়েছে। সদ্য সাজাপ্রাপ্ত সোহেল রানা জানায়, ওই ঘটনার সময় অনেকেই ছিলো। কিন্তু ওই ছাত্রী আমার নাম বলায় আমি ফেঁসে গেছি। আমি মূল অপরাধী নই।

# আমিনুল ইসলাম শ্রাবণ সংবাদকর্মী, বগুড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।