আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের পিংক সিটি সাগরিকা


ভারতের জয়পুরকে বলা হয় পিংক সিটি। কারণ ঐ শহরের সবগুলো দালানের রং একই । অর্থাৎ পিংক বা গোলাপি বর্ণের। চট্টগ্রামে বিশ্বকাপের ম্যাচ আয়োজন উপলক্ষে বিশ্বকাপের ভেন্যু সাগরিকাস্থ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশের শিল্পাঞ্চল বিসিকের সবগুলো ভবনকে পিংক কালার করার উদ্যেগ নিয়েছেন শিল্প মালিকরা। ইতিমধ্যে সাগরিকা রোড সংলগ্ন বেশ কিছু ভবনের রং করা হয়েছে গোলাপি রঙে।

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রাম নগরীকে বিভিন্ন দেশের অতিথিদের কাছে সুন্দর করে তুলে ধরতে নানা ধরনের চেষ্টা চলছে। নানাভাবে সাজানো হচ্ছে নগরীকে। তারই ধারাবাহিকতায় সাগরিকা রোডের ভবনগুলোকে পিংক কালার করা হচ্ছে। বিসিক শিল্প মালিকদের সাথে চট্টগ্রাম সিটি মেয়রের সাথে এক ফলপ্রসু আলোচনার পর শিল্প মালিকরা সবগুলো ভবন একই রঙ করতে সম্মত হন। বিসিক শিল্প নগরীর প্রায় ৬৫ টি ভবনের মধ্যে যে সব ভবন রাস্তার পাশে রয়েছে সেগুলো একই রঙে রাঙানোর ব্যাপারে একমত হয়েছেন শিল্প মালিকরা।

এ প্রসঙ্গে বিএনও লুব্রিকেন্টের ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিক স্টেট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইউসুফ বলেন, সিটি মেয়রের সাথে আমাদের কথা হয়েছে আমরা আমাদের ভবনগুলো একই রঙের করব। কিন্ত সিটি কর্পোরেশন আমাদের কিছু কাজ করে দেবে। এই কাজগুলোর মধ্যে রয়েছে সড়ক বাতি লাগানো, পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নতি এবং রাস্তার উন্নয়ন। তিনি বলেন, আমরা আমাদের কথা রাখছি কিন্ত সিটি কর্পোরেশন তাদের কাজ এখনো শুরু করেনি। তিনি বলেন, সবগুলো ভবন একই রং করা সম্ভব নয়।

কারণ কিছু কিছু কোম্পানির নিজস্ব কিছু কালার কোড রয়েছে তাদের সেগুলো মেনে চলতে হয়। তবে রাস্তার পাশের ভবনগুলো আমরা এক রঙে করার চেষ্টা করছি। যাতে দেখতে সুন্দর লাগে। গতকাল সরেজমিনে সাগরিকা রোডে গিয়ে দেখা গেছে, রাস্তার পাশে বেশ কিছু দালান একই রঙে রাঙানো হলেও রাস্তার দক্ষিণ পাশের ভবনগুলো এখনো রং করা হয়নি। তবে তারাও তাদের ভবনগুলো রং করানোর ব্যাপারে সম্মত রয়েছেন।

যেহেতু এখন রং করানো হলে তা নষ্ট হয়ে যেতে পারে সে জন্য বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে তারা তাদের ভবনগুলো রং করা শেষ করবেন বলে জানান। ভবনগুলো একই রঙের করা সম্পর্কে স্টেক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, আমার প্রতিষ্ঠানটি নতুন করা। তারপরও বিশ্বকাপ উপলক্ষে আরো যাতে সুন্দর দেখায় ভবনগুলো সে জন্য সাজানোর চেষ্টা করছি। তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের প্রায় ৮০ ভাগ কাজ শেষ। বাকি কাজ বিশ্বকাপের আগেই শেষ হবে।

বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। চট্টগ্রাম বিশ্বকাপের গর্বিত অংশীদার আর বন্দর নগরী চট্টগ্রামকে বিশ্বের দরবারে সুন্দর করে উপস্থাপন করতে চট্টগ্রামের অধিবাসীরা যে যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সাগরিকাস্থ বিসিক শিল্প নগরীর শিল্প মালিকরা তাদের ভবন গুলো একই রঙের করে নিজেদের প্রতিষ্ঠান এবং শহরকে বিদেশিদের সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছে। তবে এসব শিল্প মালিকরা তাদের জন্য কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করার আহবান জানান সিটি মেয়রের প্রতি। সুত্র
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.