স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
ইন্টারভিউ ২০-এর ১
শওকত ওসমান
জানুয়ারি ১৯৯৫
শওকত: পরিচয়টা তো দিতে হবে। তোমরা নাগরিক হচ্ছো... বলো কী নামটা?
রাজু: আমার নাম রাজু আলাউদ্দিন।
শওকত: আরে ভাই, তুমি খুব চেনাশোনা লোক।
এটা আগে বলবে তো। তিনশো বছর হয়েছে তো একেবারে গ্রাম্যতা যায় নি।
রাইসু: আমাদের?
শওকত: মানে কলকাতা শহরের। এটা তো গ্রাম থেকে এইমাত্র একটু...
রাইসু: আপনি গ্রাম্যতার বিরুদ্ধে?
শওকত: গ্রাম্যতা মানে কী, সমাজের তো কতোগুলো নর্ম হয়ে যায়। গ্রাম্যতা বলতে গ্রামের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না।
তার আউটলুকের ওপর বলা হচ্ছে। যে জন্যে চাঁদে গিয়ে, এটা তো অনেকবার বলেছি, আমেরিকান-রাশিয়ানরা যখন পেশাব করে তখন আমি রিকশা টানি। আর কিছু নৈতিক কোশ্চেনও আছে।
২০ ফর্মার বেশি । ২০ টি ইন্টারভিউ ।
দাম ১০০০ টাকা । প্রতি ইন্টারভিউ ৫০ টাকা । ৯০,০০০ শব্দ । ১ টাকায় ৯০ শব্দ । ফেব্রুয়ারিতে শুভমুক্তি ।
বইয়ের বাইরে আলাদা ভাবে শব্দ বা ফর্মা বিক্রি হবে না। কমিশন নাই। দ প্রকাশনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।