ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে দেয়াল হুমায়ূন আহমেদের প্রকাশিতব্য রাজনৈতিক উপন্যাস। এ উপন্যাসের পটভূমি ১৯৭৫ সালে ঘটে যাওয়া বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ও অন্যান্য রাজনৈতিক ঘটনা। সাময়িকীর পাঠকের জন্য সুবিশাল এ উপন্যাসের দুটি অধ্যায় এখানে ছাপা হলো:
Click This Link
আমার ভাবনা
১। প্রথমেই আসি নাস্তিক্যবাদ বিষয়ে। বছরখানেক আগেও নাস্তিকতার লক্ষন নেধা যাচ্ছিল হুমায়ুন আহমেদের লেখায়।
অসুস্থ হবার পর থেকে তার বিভিন্ন লেখায় দেখতে পাই সুর বদলে গেছে। তিনি ধর্ম নিয়ে পজিটিভ কথা বলা শুরু করেছেন। সেই বলা শুরু চলতেই আছে,ধারাবাহিকতা আছে দেয়াল উপন্যাসেও। এক্ষেত্রে আমি বলি,বিপদে পড়লে বা মরার সময় হলে সব ভুলে সবার আগে দুইটা বিসয়ই আসে মাথায় আগে,তা হল,মাগো এবং আল্লাহ/ভগবান।
২।
শেখ মুজিবর নিয়ে নানা লেখা পড়ে আমার আগে থেকেই একটা ধারনা তৈরি হয়েছিল যে,স্বাধীনতার আগে আর পরের শেখ মুজিবর রহমানের মাঝে বিস্তর ফারাক। রক্ষীবাহিনীর অত্যাচার একটা নমুনা মাত্র। তাকে হত্যার পর আনন্দ মিছিল। হত্যার পর নতুন সরকারের প্রতি ভাসানী,আতাউল গনি উসমানী এর সমর্থন আসলেই অন্য এক শেখ মুজিবকে সামনে নিয়ে আসে যে মুজিব যুদ্ধের আগে ছিল স্বাধীনতার আলোকবর্তিকা এবং সপ্ন দেখানোর মূল নেতা।
৩।
বর্তমানে দেশের এত খারাপ অবস্থা দেখে মাঝে মাঝে মনে হত যে,দেশে সেনাবাহিনী নেমে যদি দুই ডাইনীকেপুর দমে শেষ করে দিত তাহলে ভালই হত। কিন্তু নাহ!!সেনাবাহিনী অ খমতা পেলে মারাত্মক হিংস্র হয়,তা না হলে ছোট ছেলে রাশেদ,আত্তসত্তা মা কে কি মেরে ফেলতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।