আমাদের কথা খুঁজে নিন

   

বিষ্ময়কর যুবক মোঃ শহর আলী!



আমরা আজ সবাই সহজলভ্য জিনিস পাওয়ার প্রত্যাশা করি। অথচ কোন কাজের কথা বললে আমরা এড়িয়ে যাই বা সহজভাবে বলে দেই, আমি পারব না বা আমার দ্বারা সম্ভব না, আমরা বেশির ভাগই ভাবই আমাদের ক্ষমতা খুবই সীমিত সব কাজ আমাদের দ্বারা সম্ভব না। অদ্যম ইচ্ছাশক্তি আমাদেরকে সাফলের চুড়ান্ত শিখরের পৌছে দিতে সক্ষম। এমন ই এক যুবকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। জেলা শহর যশোর এর গ্রাম ধোপাখোলা, পোঃ ভেকুটিয়া, থানা- কোতয়ালি এর একজন বাসিন্দা মোঃ শহর আলী।

পিতা- মোঃ আশরাফ আলী, মাতা- মোছাঃ হাসিনা বেগম। জন্ম- ৫ই নভেম্বর ১৯৮০ সালে। জন্মের সময় পঙ্গুত্ব বরণ করতে হয়। জন্মের পর থেকে তার দুটি হাতে সমস্য দেখা দেয়। সেই থেকে আজ পর্যন্ত তার যাবতীয় সব কাজ পা দিয়ে করে।

খাওয়া দাওয়া ও পা দিয়ে করে। শুধু তাই নয় পঙ্গুত্বর অভিশাপ তাকে পিছিয়ে রাখতে পারেনাই। ১৯৯৭ সালে সে মানবিক বিভাগ থেকে দুর্গাপুর আন্জুমান মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করে। বর্তমানে সে পেশায় একজন কবিরাজ এছাড়া তার মাছের ঘের ও আছে। অদ্যম ইচ্ছাশক্তি তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে।

অথচ আজ আমরা সম্পুর্ণ সুস্থ্য অবস্থায় থেকে চিন্তা করি কিভাবে অন্যের অনিষ্ট করা যায়। কিন্তু দেশ গড়ার কাজে আমাদের সুস্থ হাত দুটিকে কাজে লাগাই না। আসুন আমরা ব্লগার বন্ধুরা মোঃ শহর আলী মত অদ্যম ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে দেশকে গড়ে তুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.