আমাদের কথা খুঁজে নিন

   

হাজার ফুট উচুতে পাহাড়ের উপর বিষ্ময়কর রাইখ্যাং লেক!

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি হাজার ফুট উচুতে বিষ্ময়কর রাইখ্যাং লেক! বাংলাদেশর সবচেয়ে বড় প্রাকৃতিক লেক, তাও কিনা ১০০০ ফুটের চেয়েও বেশী উচ্চতায়! গুগুল আর্থে এর উচ্চতা আসে ১১০০ ফুটের মত! পুকর পাড়া আর্মি ক্যাম্প, লেকের অপর দিকে দেখা যাচ্ছে, পুকুর পাড়া ঝরনার দিকে যাবার সময়। প্রথম ছবিটা আর উপরের ছবিটা একই জায়গা থেকে তোলা। প্রাংজন পাড়ার দিক দিয়ে পুকুর পাড়া ঝরণা বা রাইখ্যাং ফলস এর দিকে যাবার সময় বেশ উচু থেকে দেখা যায় রাইখ্যাং লেক। উপরের ছবি: প্রাংজন পাড়া । রাইখাং লেকের দুদিকে দুটি গ্রাম বা পাড়া ।

পশ্চিমে পুকুর পাড়া গ্রাম , আর পুকুর পাড়া আর্মি ক্যাম্প । আর পুবদিকে প্রংজন পাড়া, এর পিছনে পাহাড়। আর তার গা ঘেসে রাইখাং নদী । সেখানেই রাইখাং ফলস বা পুকুর পাড়া ঝরনা । ভেলায় ভাসছে ছোট ছোট বাচ্চারা ।

এখান থেকে অল্প দুরেই বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত !  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.