গতকাল বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। জনস্বার্থবিরোধী অপ্রয়োজনীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাতিল, খালেদা জিয়াসহ সবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও বিদ্যুৎ-গ্যাস-পানি সংকটের সমাধানের দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধŸগতি, আইনশৃঙ্খলার অবনতি ও শেয়ারবাজারের হাজার হাজার কোটি টাকা লুটপাটের প্রতিবাদে হরতালের ডাক দিয়েছিল দলটি।
পল্টন কার্যালয় যেন হাসপাতাল
হরতাল চলাকালে বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে নির্বিচারে লাঠিচার্জ করে। এতে প্রায় ৩০ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী আহত হয়।
পরে পুলিশের বাধায় তাদের হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় বিএনপি কার্যালয়ের মেঝে, টেবিলের উপর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কার্যালয়ে ভিতরে মাথায়, হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এত বিপুল সংখ্যক আহতের কারনে গতকাল পল্টনের পার্টি অফিস হাসপাতালে রুপ নিয়েছিল।
শেয়ার বাজারের গল্পে মহিলা দলের হরতাল পালিত
পুলিশের বাধায় রাজপথে দাড়াতে পারেনি দলের কোন নেতা কর্মী। হরতালে বিএনপির মহিলা দলের সদস্যরা অলস সময় কাটায় পল্টনে।
এসময় তাদের আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় কে কত টাকা খুইয়েছে শেয়ার বাজারে। জনৈক মহিলা কর্মী তার নেত্রীকে উদ্দেশ্য বলছিলেন, “ আপা আমি শেষ/ শেয়ারবাজারে আমার সব নিয়ে গেছে”।
সাদাকালো হরতাল রঙ্গিন করল পুলিশ
হরতাল চলাকালে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে বিএনপি কর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর ইট নিক্ষেপ করে। পরে পুলিশ জাতীয় সংসদের হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপি সমর্থিত সংসদ সদস্যদের জলকামান থেকে রঙ্গিন পানি নিক্ষেপ করে। এতে সকল এমপিদের পোশাক রঙ্গিন হয়ে যায়।
স্থানীয় নেতা কর্মীরা এসময় কানাঘুষা করে বলতে থাকে পুলিশ সাদাকালো হরতাল রঙ্গীন করে দিল।
হোন্ডা রিক্সার দখলে ঢাকার রাজপথ
হরতাল আতঙ্কে রাজধানী ঢাকার রাজপথে কোন ভারী যানবান চোখে পরেনি। জরুরী কাজ ছাড়া কোন নগরবাসী বাসা থেকেও বের হননি। আর যারা বের হয়েছেন তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল রিক্সা। আর যাদের মটরসাইকেল ছিল তাদেরও কোন সমস্যায় পড়তে হয়নি।
বাস, ট্রাক, সিএনজি না থাকায় রাজপথগুলোতে গতকাল রাজত্ব করেছে মূলত রিক্সা ও মটরসাইকেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।