আমাদের কথা খুঁজে নিন

   

জেলায় জেলায় সেরা

সারা দেশে গতকাল প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের ফল। ভালো ফলের দিক থেকে পিছিয়ে নেই জেলা পর্যায়ের প্রতিষ্ঠান। বোর্ড সেরার তালিকায় রয়েছে মফস্বলের অনেক কলেজ। জিপিএ-৫ এর পাশাপাশি শতভাগ পাস করা প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়।

কুমিল্লা : বোর্ড সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

এর মধ্যে বোর্ডে দ্বিতীয় ও জেলায় হয়েছে সেরা কুমিল্লা ক্যাডেট কলেজ। এরপর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে যথাক্রমে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ ও সোনার বাংলা কলেজ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় নাঙ্গলকোটের মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসা বোর্ডে নবম এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।

দিনাজপুর : দিনাজপুর বোর্ডে সেরা সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রংপুর ক্যাডেট কলেজ। এবারও সেরা ২০ কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি।

৪৭ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। আর বোর্ড সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুরের রয়েছে চারটি। আর জেলায় সেরা হয়েছে পার্বতীপুর আদর্শ কলেজ।

ব্রাহ্মণবাড়িয়া : জেলায় প্রথম হয়েছে বিজয়নগর উপজেলার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ। এ কলেজের ৭০৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৪৭ জন।

জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।

বগুড়া : রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বগুড়ার। সেরা ২০-এর মধ্যে টানা চার বার চতুর্থ স্থান ধরে রেখেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ৭ম স্থানে থাকা বগুড়া সরকারি আযিযুল হক কলেজ দখল করেছে ষষ্ঠ স্থান।

ময়মনসিংহ : ঢাকা বোর্ডে মেধা তালিকায় ৫ম ও জেলায় সেরা স্থান দখল করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস এবং সবাই জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া জেলায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ময়মনসিংহ কমার্স কলেজ।

ফেনী : শতভাগ জিপিএ-৫ পেয়ে কুমিল্লা বোর্ডে তৃতীয়বারের মতো প্রথম স্থান দখল করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ ৫ পেয়েছে।

এর পরই আছে ফেনী সরকারি কলেজ। এ কলেজের ১ হাজার ৮৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছ ৮৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন।

ঝিনাইদহ : ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে। এবারও তারা শতভাগ পাসের সফলতা পেয়েছে।

৪৭ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

পাবনা : রাজশাহী বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় ও জেলায় প্রথম স্থান অধিকার করেছে পাবনা ক্যাডেট কলেজ। এই কলেজের ৪৯ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর পরই রয়েছে সরকারি শহীদ বুলবুল কলেজ ও বেড়া আল হেরা একাডেমী।

কালকিনি : শতভাগ সাফল্য অর্জন করে এবারও মাদারীপুর জেলার শীর্ষস্থান দখল করেছে কালকিনির শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ।

এ কলেজ থেকে ৪৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন।

চাঁদপুর : জেলায় শীর্ষস্থান অর্জন করেছে আল আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে অংশ নেওয়া ৪৪২ জন পরীক্ষার্থীর ৪১৬ পাস ও ৮৮ জন জিপিএ-৫ পেয়েছে। এর পরই রয়েছে হাজীগঞ্জ মডেল কলেজ।

গাইবান্ধা : জেলায় শীর্ষস্থান অধিকার করেছে গাইবান্ধা সরকারি কলেজ। এ কলেজ থেকে ৮২১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭২১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। এর পরেই রয়েছে সুন্দরগঞ্জ ডিডবি্লউডি কলেজ ও গাইবান্ধা সরকারি মহিলা কলেজ।

কুষ্টিয়া : যশোর বোর্ডে ষষ্ঠ ও জেলায় প্রথম হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজ।

এই কলেজের ১ হাজার ১৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছে ২৮৪ জন।

মাগুরা : ৪৩ জন জিপিএ-৫ পেয়ে জেলার সেরা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে শালিখা উপজেলার শিংড়া বিহারী লাল শিকদার কলেজ।

টাঙ্গাইল : শতভাগ জিপিএ-৫ পেয়ে জেলায় প্রথম হয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজ।

এ কলেজ থেকে মোট ৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ জন এবং মানবিক বিভাগে দুজন।

নেত্রকোনা : মেধা তালিকায় জেলায় প্রথম হয়েছে নেত্রকোনা সরকারি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

পিরোজপুর : বোর্ডের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের দুটি পিরোজপুরের।

এর মধ্যে বোর্ডে অষ্টম ও জেলায় প্রথম হয়েছে নেসারাবাদের শহীদ স্মৃতি কলেজ। জেলায় দ্বিতীয় হয়েছে পিরোজপুর সরকারি মহিলা কলেজ।

গাজীপুর : জেলায় প্রথম হয়েছে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে ৬৫৭ শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৪ জন শিক্ষার্থী।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে এম ই এইচ আরিফ কলেজ ও গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ।

জয়পুরহাট : জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ রাজশাহী বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় ও জেলায় প্রথম স্থান অধিকার করেছে। ৪৮ জন পরীক্ষার্থীর ৪৬ জন জিপিএ-৫ পেয়েছে।

নীলফামারী : দিনাজপুর বোর্ডের সেরা বিশের তালিকায় স্থান পেয়েছে নীলফামারীর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো হলো_ সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী সরকারি কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

নওগাঁ : রাজশাহী বোর্ডের সেরা ২০ এর মধ্যে ১২তম ও জেলায় প্রথম হয়েছে নওগাঁ গভর্নমেন্ট কলেজ। এ কলেজের ১২৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৬৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২০।

নাটোর : বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডে সপ্তম এবং সিংড়া উপজেলার দমদমা স্কুল অ্যান্ড কলেজ ২০তম স্থান অর্জন করেছে। শেরপুর : এ বছর এইচএসসি পরীক্ষায় ৬ হাজার ৯১ জন অংশগ্রহণ করে ৩ হাজার ৭৫৩ জন কৃতকার্য হয়েছে এবং মোট পাসের হার শতকরা ৬১.৬১।

জেলার ২১টি কলেজের মধ্যে শেরপুর সরকারি কলেজ সর্বোচ্চ ৬৫ জন ও শেরপুর মডেল গার্লস কলেজ থেকে ১২ জন জিপিএ-৫ পেয়েছে।

সিরাজগঞ্জ : রাজশাহী বোর্ডে অষ্টম ও জেলার শীর্ষস্থান অর্জন করেছে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। তাছাড়া বোর্ডে নবম ও জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ।

নোয়াখালী : কুমিল্লা বোর্ডে শীর্ষ ২০ এর মধ্যে ১৪তম স্থান অধিকার করেছে নোয়াখালী সরকারি কলেজ।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.