২রা ফেব্রুয়ারী ২০০৯ বিকাল ৫টা আমি একটি মিডিয়ার ফটো সাংবাদিক হিসেবে কাজ করছিলাম বই মেলা চত্বরে। হঠাৎ করে দেখতে পেলাম "গাংচিল" নামের একটি বই এর দোকানে সুন্দরী যুবতীদের প্রচুর ভিড়। সহসাই মনের ভিতর কৌতুহল চাপল ঘটনা কি হচ্ছে দেখার জন্য। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিড় ঠেলে কোন মতে দোকানের সামনে পৌছালাম। ওমা......এতো দেখি চলচিত্র নায়ক ফেরদৌস.তাকে দেখা এবং তার কাছ থেকে অটোগ্রাফ নেবার জন্য এতা নারীর ভিড় ভাবা মুসকিল।
যাই হোক আমার সাখে কিছুটা পরিচয় থাকায় হায় -হ্যালো শেষে যেই না ফেরত আসতে চাইলাম কয়েকটি মেয়ের বায়না নায়ক ফেরদৌস এর সাথে তাদের কিছু ছবি তুলে দিতে হবে। কি....আর....করা...আমি আবার কাউকে না বলতে পারি না। প্রায় ১০/১২ জনের ছবি তুললাম ,এখন যাবার পালা ....আমার ডান পাশ হতে একটা ডাক "বাবা-আমারে একটা ছবি তুইলা দিবা? ডান দিকে তাকাতেই দেখি এক বৃদ্ধা ভিক্ষুক ভিড় ঠেলে সামনে এসেছেন উনি ফেরদৌসকে খুবই পছন্দ করেন
অতএব তাকে একটু চান্স দিতেই হবে। উপস্হিত সবার মুখে এক ধরনের হাসি, ফেরদৌস ভাই ও আমার চোখাচোখী হলো । অবশেষে ২/৩টি ছবি তুললাম বৃদ্ধা ভিক্ষুকের সাথে।
আহা......... বৃদ্ধা কি খুশি..আমি বললাম আগামীকাল এখান থেকে ছবি নিয়ে যাবেন ...দুঃখ জনক হলে ও সত্য সেই বৃদ্ধা ভিক্ষুক আর ছবি নিতে আসে নাই..................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।