যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আমার বাজেট পাঁচটা বই কেনার। একটা মাত্র কিনেছি এ পর্যন্ত। বাংলাদেশের নদনদী ও পরিকল্পনা। এটা বের হয়েছে গত বৎসর। সংহতি থেকে।
স্টল নম্বর ১৯২। বইটা ১৯৫৪ সালে পশ্চিম বঙ্গের একজন পানি বিশেষজ্ঞ লিখেছেন। এই বইয়ের একটা চাপ্টারে ফারাক্কা বাঁধ তৈরীর সময়ের চিন্তাভাবনা গুলো আছে। আমার মনে হয় সবার পড়া জরুরি।
বাকী যে চারটা বই কিনবো।
তা হলো, ১) শমন শেকল ডানা। এটা লিখেছেন হাসান মোরশেদ। আগে সামহোয়ারে লিখতেন। খুব ভালো লেখক। এইটা বের হবে শুদ্ধস্বর থেকে।
দু-একদিনের মধ্যে হয়তো। স্টল নম্বর ১৮৮ বা ১৮৯ হবে।
২) একটা কিনতে চাই ইতিহাস নির্ভর। যেমন নিহারঞ্জন রায়ের বাংলার ইতিহাস অথবা মুরশিদের বাংলার ইতিহাস।
৩) আরেকটা কিনতে চাই বঙ থেকে বাংলা - রিজিয়া রহমানের।
৪) আরেকটা কিনবো সুমন রহমানের গরিবী অমরতা। এই বইয়ের একটা গল্প "টুমরি" আমার মনে হয় বাংলা সাহিত্যের প্রথম পাঁচটা গল্পের মধ্যে একটা। এই বইটা অবশ্য পাঠ্য।
এছাড়া এ পর্যন্ত সাতটা বই গিফট পেয়েছি।
১. রোডয়া ওরফে মাহবুবুর শাহরিয়ারের দুইটা বই "মহা পৃথিবী" ও "প্রেম ও অনুভব"।
মাহবুবুর সামহোয়ারে রোডয়া নামে লেখেন। পড়া হয় নাই এখনও। তবে চোখ বুলিয়ে বুঝেছি দুটো গল্পের মধ্যে ভিন্নস্বাদের ছোঁয়া আছে।
২. শহীদুল জহিরের আবু ইব্রাহীমের মৃত্যু। মেলায় প্রকাশিত সব উপন্যাসের মধ্যে এটা শ্রেষ্ঠ বলে আমি মনে করি।
৩. হিমুর মধ্যদুপুর। জঘন্য, হুমায়ুন আহমেদ যে কত খারাপ লিখেছেন তার প্রমান্য দলিল এই বইটা।
৪. ঢাকার স্মৃতি১,২,৩ - মুনতাসীর মামুনের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।