আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলার টুকিটাকি



বইমেলায় গেলে দেখা যায়,কিছু মানুষ হতাশ হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। কখনো কখনো বই নেড়েচেড়ে দেখছে। ভালো বই পেলে কিনছে,তারপরও তাদের মুখের হতাশা কাটে না। তারা আর কেউ না,তারা নতুন লেখক। এই হতাশার কারণ কি বই না চলা?আমার তা মনে হয় না।

লেখক সৃষ্টি করেন,গল্প বানান। তখন যদি নতুন লেখক এই অপরাধে তাদের অবহেলা করা হয়,তাদর মন খারাপ হবে এটাই স্বাভাবিক। তাদের মন খারাপ করার কিছু নেই। সময় খারাপ যাক,যোগ্য হলে এর প্রতিদান আসবে। আমি নতুন ব্লগার।

ভয় পাচ্ছি না বুঝে ভুল কিছু বললাম নাকি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।