কথা প্যাঁচাই না।
ছোট্ট একটা গলি। দু'পাশে দোকানপাট - আর তার উপরে বাসা বাড়ি। পুরাতন ঢাকার বিখ্যাত "নান্না বিরিয়ানী" -র পাশের গলি 'নূর বক্স লেনে'-র কথা বলছি। এই গলিতে ই ছিলাম দীর্ঘ ১১ বছর।
গলিটা অনেক কারনেই গুরুত্বপূর্ন। এখান থেকে আরো তিনটা বড় রাস্তায় বের হওয়া যায়। শুধু তাই না...... নান্নার পাশে হওয়ার কারণে এই এলাকায় বেড়াতে আসা অনেকেই এই গলিটা ব্যবহার করেন। গলির দু'পাশের দোকানপাটের চেহারা বদলায় ...... একতলা বাসা- সাত তলা হয়....... বদলায় না শুধু গলির চেহারা।
রাস্তা ঘাট নির্মাণ সহ আরো অনেক প্রতিশ্রুতি দিয়ে বিগত সরকারের আমলে এই আসনে সংসদ সদস্য ছিলেন বেগম খালেদা জিয়ার 'সন্তানতুল্য' জনাব নাসির উদ্দিন পিন্টু।
দিন যায়। বছর যায়। উন্নয়নমূলক জনসভা কিংবা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য পিন্টু স্যারের সময় পাওয়া যায়। কিন্তু, রাস্তা মেরামতে তার শুভ দৃষ্টি পাওয়া যায় না!!
....................................................................................
............................................................................................
২০০৮ সাল। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকী।
সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিচে নামলাম। চমকে যাই। চোখ কচলাই। একবার না-- দুইবার। একী দেখছি!! রাতের আঁধারে ঢালাই দিয়ে একেবারে ঝকমকে করে ফেলা হয়েছে আমার চির চেনা জীর্ণ-শীর্ণ রাস্তাটাকে।
গলির মধ্যকার ছোট্ট ডাস্টবিন টাও আর নেই। কিছুদূর আগাতেই বুঝলাম , আশেপাশের আরো তিন-চারটি গলিও ঢালাই দেয়া হয়েছে। ডানদিকে আরো একটা রাস্তা ঢালাই দিতে শ্রমিকদের নিরন্তর প্রচেষ্টা। তদারকিতে বিগত কয়েক বছর ধরে এলাকায় অনুপস্থিত থাকা দলীয় বড় "ভাইয়ারা"। ওকি ! জনা দশেক লোক নিয়ে কে হেঁটে আসছে?? আবারও চোখ কচলাই।
দুইবার না--- তিনবার। ৬৮ নং ওয়ার্ডের কমিশনার সাহেব যে (ইনিও দলীয়)! তাকে শেষ কবে দেখেছিলাম.......মনেই করতে পারলাম না!!
আমি আমজনতা---উনারা নেতা। পাছে আবার তাদের নূরের আলোয় 'আন্ধা' হয়ে যাই....... তাই চোখ নামিয়ে চলে এলাম। পিছনে উন্নয়নের জোয়ারে ভেসে যাছে আমার এলাকা। মনে মনে ভাবি.......... হায় নির্বাচন-- "আর ও আগে কেন এলে না"???
আসুন..... প্রতি এক বছরে একবার করে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য গণ আন্দোলন গড়ে তুলি।
অন্যথায়..........নির্বাচনের মাত্র কয়েকদিন আগে উন্নয়নের তুমুল "ভদ্র ধর্ষণ"-- আপনাকে ও আপনার পরিবারকে খড়কুটার মত ভাসিয়ে নিয়ে যেতে পারে!
বি.দ্র :: সংস্কার করা আমার বাসার নিচের ওই গলিটা ছয় মাসের মাথায় আবার আগের অবস্থায় ফিরে গেছে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।