আমাদের কথা খুঁজে নিন

   

ওরা ভদ্র মানুষ



ওরা ভদ্র মানুষ [শাফিক আফতাব] ওরা ভদ্র মানুষ, পরিছন্ন মানুষ, ওরা স্বাস্থ্য সচেতন, হাত ধুয়ে ভাত খায়__ খাবার পর আবার সাবান ব্যবহার করে__বগলে, এক্সক্লুসিভ এলাকায় পারফিউম ছিটোয় ওরা যেখানে সেখানে, ফুটপাতে কিংবা সস্তাদরের নোংবা হোটেলে ভক্ষণ করে না ওরা হাতের নখ কাটে যথাসময়ে কিংবা অবাঞ্ছিত ঘাস ওরা তুলতুলে বিছানায় শোয় ক্রিমসেভ করে সপ্তাহে তিনদিন কিংবা কালো দাড়ি রঙিন করে, কিংবা শেয়ালসাদৃশ্য করে। ওরা ভদ্র মানুষ ওরা সমাজ গড়ায়, মসজিদ মন্দির নিমার্ণ করে, কখনো স্কুল, কলেজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ওরা আমাদের মান্যবর অথচ ওরা বিকল্প অবৈধ অর্জনে পুঁজিবাদী হয় ওরা মাছির ভনভন সহ্য করেনা__অথচ শুঁয়োর খায়, ঘুষ খায়, ভাউচারে লেখে মিথ্যে সংখ্যা ওরা ভোগ করে, ত্যাগের ধারের কাছে নেই অথচ অামরা আমজনতা তাদের পিছু পিছু ধাই। ০৬.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।