আমাদের কথা খুঁজে নিন

   

"আবার হাসিমুখ" শিরোনামহীন

আমি কাল্পনিক তবে অবাস্তব নই, আমি দুঃখকে কল্পনার সুখে রূপান্তর করি......

সেই কবে ছিল উচ্ছাস কিছু শংঙ্কায় ভরা চুম্বন ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস হাসিমুখে ফোয়ারা এই অবেলায় ফোটা কাশফুল নিয়তির মত নির্ভুল যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ হৃদয়ে ঢেউ ভাঙে চুপ চুপ যদি জাহাজির নাগরিক ঢেউ অপরাধ মেনে নিয়ে কেউ কেউ যদি শোকগাথা হাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ রোদ্দুর ... একসাথে হেটে হেটে যেতে চাই বহুদূর বুকের ভেতর ... ডানা ঝাপটায় পাখি বেপরোয়া ভাংচুর তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেটে যাই ।। বুকের পাজরে ওড়ে প্রজাপতি স্বপ্নের দিগন্ত রঙিন ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই তোমাদের নগরীতে আমি আজও হেটে বেড়াই রোদ্দুর ... চলো একসাথে হেটে যেতে চাই বহুদূর বুকের ভেতর ... ডানা ঝাপটায় পাখি বেপরোয়া ভাংচুর বৃষ্টি ভেজা সুখ দুঃখ খোলা জানালায় হাসিমুখ উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায় জানালায় ছিল রোদ্দুর মেঘ ভেসে গেল বহুদূর নরকের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায় তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেটে যাই হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই ।। প্রিতিটি রাস্তায়, প্রতিটি জানালায় তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায় তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেটে যাই হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.