আমাদের কথা খুঁজে নিন

   

হেনার মৃত্যু ছুঁয়ে গেছে বিশ্ববিবেক



শরীয়তপুর থেকে বাংলাদেশ; তারপর পুরো বিশ্ব। দোররার আঘাতে আহত কিশোরী হেনার নির্মম মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই সঙ্গে হেনার নিষ্পাপ-নিথর মুখের না বলা কথাগুলো ছুঁয়ে গেছে বিশ্ববিবেককে। ১৪ বছরের কিশোরী হেনাকে ধর্ষণ, নির্যাতন, দোররা মেরে আহত করা এবং পরে তার মৃত্যুর খবর প্রভাবশালী অনেক আন্তর্জাতিক গণমাধ্যমেই প্রচারিত হয়েছে। সংবাদটির ফলোআপও তারা প্রচার করছে।

আর এসব গণমাধ্যমের অনলাইনে বিশ্বের বিভিন্ন প্রান্তের পাঠক তাদের ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে মন্তব্য প্রকাশ করছে। হেনার মৃত্যুর খবর প্রচারকারী বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ, স্কাই নিউজ, বিবিসি, হেরাল্ড সান, গালফ নিউজ, ডন, জাকার্তা গ্লোব, সিবিএস নিউজ, পিপলস ডেইলি অনলাইন, ডেইলি টাইমস, ইউটিভি নিউজ, এনডিটিভি, ভয়েস অব আমেরিকা, পিটিআই, ইউএসএ টুডে, অনইন্ডিয়া নিউজ, দ্য ডেইলি চিলি, ইন্ডিয়া টাইমস, জি নিউজ ও বার্তা সংস্থা এপি ও এএফপি। অধিকাংশ সংবাদমাধ্যমই হেনার মৃত্যুর সচিত্র খবর প্রকাশ করেছে। গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদপত্র ঘটনার ফলোআপ প্রতিবেদন প্রকাশ করেছে। হেনার মৃত্যু নিয়ে গার্ডিয়ানের একটি খবরে তিন শতাধিক মন্তব্য পড়েছে।

ডেইলি মেইলের খবরে শতাধিক ও স্কাই নিউজের খবরে অর্ধশতাধিক মন্তব্য পড়েছে। মন্তব্যকারীদের মধ্যে কেউ কেউ ওই আইনকে ‘প্রস্তর যুগের আইন’ বলে অভিহিত করেছে। এক মন্তব্যকারী ঘটনাকে ‘অসভ্য’ বলে উল্লেখ করেছেন। ফতোয়াবাজদের উদ্দেশে একজন লিখেছেন, ‘হিংস্র প্রাণীকে বাঁচতে দেওয়া উচিত নয়। ’ একজন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘মর্মাহত হয়ে আমি বাক্যহারা।

’ শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের হেনা গত রোববার রাতে তাঁর চাচাতো ভাই মাহাবুব (৪০) দ্বারা ধর্ষিত হন। ধর্ষণের সময় হেনার চিৎকারে মাহাবুবের স্ত্রী ও ভাই বেরিয়ে এসে তাঁরা উল্টো হেনাকে মারধর করেন। পরের দিন সোমবার বসে সালিস। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস ফকিরের নেতৃত্বে গঠিত হয় পাঁচ সদস্যের বিচারক বোর্ড। মাদ্রাসার শিক্ষক সাইফুল ও গ্রামের মসজিদের ইমাম মফিজ উদ্দিনের সঙ্গে পরামর্শ করে বিচারক বোর্ড মাহবুব ও হেনাকে দোররা মারার রায় দেন।

হেনাকে ৭০-৮০টি দোররা মারার পর সে অচেতন হয়ে পড়ে। স্বজনেরা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে হেনা মারা যায়। হেনার এই মৃত্যুর ঘটনায় সারা দেশের মানুষ নিন্দা জানায়। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

সুত্র: প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.