কথা প্যাঁচাই না।
যাচ্ছিলাম খিলগাঁও নিয়ে একটা ক্যাব
রাস্তায় গাড়ি থামালো চারজন র্যাব।
হাত টাকে উচিয়ে বললো তারা, "থাম"-
আমাকে বলে কিনা, "গাড়ি থেকে নাম"।
আমার বিরুদ্ধে আভিযোগ অতি গুরুতর
আমি নাকি 'কোপা শামসু'-র একনিষ্ঠ সহচর।
আতঁকে উঠে বলি আমি ,একী বলছেন স্যার?
একমাত্র সন্তান আমি আমার বাপ-মার।
জীবনে কখনো আমি যাইনি বেলাইনে
আমার মত নিরপরাধকে ধরছেন কোন আইনে?
হুংকার দিয়ে ওঠে ওরা, "চুপ কর বেতমিজ"-
"তোকে সহ এই গাড়িকে করলাম আমরা সিজ"।
সার্চ করলেই পাওয়া যাবে অবৈধ পিস্তল
এইবার পেয়েছি তোকে -চল, থানায় চল।
হাউমাউ করে কাঁদি আমি সামনে একী বিপদ--
রাস্তা-ঘাটে চলতে গিয়ে ধরলো এ কোন আপদ!
আমার কান্না দেখে ওদের হয় বোধহয় মায়া
তাই ওদের একজন বলে, "শোন তবে ভায়া"--
ছেড়ে দিতে পারি তোমায় তবে এক শর্তে
'হাজার' টাকা দিলে মোরা সবাই যাব বর্তে।
কি আর করা দিয়েই দিলাম হাজার টাকার নোট
টাকা পেয়ে ওরা বলে -"এবার তবে ফোট"!
শুনেছি অনেক, পেলাম আজ-ই চাক্ষুস প্রমাণ
হাজার টাকায় বিক্রী হলো আইনের সম্মান!
চলে গেল হাসতে হাসতে চারজন র্যাব
হতাশ মনে বাড়ি ফিরি নিয়ে ফের ক্যাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।