furamoon@gmail.com
দেশের সার্বিক উন্নয়নের জন্য এই মুহুর্তে আরেকটা আন্তর্জাতিক বিমান বন্দরের কোন দরকার নেই। এটা সরকারের কর্তা ব্যাক্তিরাও জানেন। তাই তারা বলছেন আজ থেকে ২৫/৩০ বছর পরের চিন্তা করেই নাকি এই বিমান বন্দরের পরিকল্পনা করা হয়েছে। আর তার জন্য ৫০ হাজার কোটি টাকা খরচ করার পরিকল্পনা করা হয়েছে। এইটা একটা দুরদর্শি চিন্তা।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকার এই মুহুর্তে গ্যাস-বিদ্যুৎ দিতে পারছে না বলে মিল-কারখানা স্থাপন বন্ধ রয়েছে। আগের চালু ইন্ডাস্ট্রিগুলোও বন্ধ হওয়ার উপক্রম। রিহ্যাব ব্যবসায়ীরা তাদের প্রকল্পে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ দেয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে। তারপরেও সরকার তাদের আশ্বস্থ করতে পারছে না। দেশের শিল্পখাত যেখানে বিদ্যুৎ-গ্যাস সংকটে স্থবির হয়ে পড়ছে কিন্তু তা দূর করতে সরকার ২০ হাজার কোটি টাকাও বরাদ্দ দিতে পারে না অথচ ২৫/৩০ বছর পরের চিন্তা করে তারা ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করছে!! বিষয়টি সত্যিই হাস্যকর।
তারা ইতোমধ্যে আড়িয়াল বিলে তাড়া খেয়ে অন্য কোথাও করার চিন্তা করছে।
আজ সকালে বিষয়টি নিয়ে কয়েক বন্ধু মিলে কথা বলছিলাম। তখন এক জন বলে উঠল, আচ্ছা বিমান বন্দর করতে হলে সারা দেশের মানুষদের বিরক্ত না করে টুঙ্গী পাড়ায় করলেই পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।